কাশ্মীরে গুলিতে ফল ব্যবসায়ী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০০:০২
ভারতের জম্মু-কাশ্মীরে আপেল কিনতে এসে গুলিতে নিহত হয়েছেন পাঞ্জাবের এক ফল ব্যবসায়ী।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশ্মীরের সোপিয়ানে ওই ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়।
নিহত ব্যবসায়ীর নাম চরণজিৎ সিং বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।
পুলিশ বলছে, ফল ব্যবসায়ীকে গুলি করেছে জঙ্গিরা। এ ঘটনায় জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ জানিয়েছে, সোমবার সোপিয়ানে এক ট্রাকচালককে গুলি করে হত্যা করে দুই জঙ্গি। এক বাগান মালিককেও মারধর করে ওই জঙ্গিরা। এরপর বুধবার সকালে ছত্তীসগড়ের এক ইটভাটার শ্রমিককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। ওইদিনেই অনন্তনাগে সেনাবাহিনীর অভিযানে নিহত হয় হিজবুল মুজাহিদিন কমান্ডার নাসিরসহ তিন জঙ্গি।
জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর বিক্ষিপ্ত ঘটনা ঘটে চলেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্প।
- বিষয় :
- জম্মু-কাশ্মীর
- ফল ব্যবসায়ী
- নিহত
- গুলি