ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জর্জিয়ায় জয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাট

জর্জিয়ায় জয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাট

জর্জিয়া সিনেটে জয়ের পর ভাষণ দেন রাফায়েল ওয়ারনক। ছবি-এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২ | ০৮:৫৯ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ | ০৮:৫৯

যুক্তরাষ্ট্রের সিনেটের জর্জিয়া আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ারনক। তাঁর জয়ের ফলে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে দলের সংখ্যাগরিষ্ঠতা পেলেন ডেমোক্র্যাটরা।

মঙ্গলবার জর্জিয়া সিনেট আসনে দ্বিতীয় দফার ভোট হয়। এই ভোটে রিপাবলিকান প্রার্থী হার্শেল ওয়ালকারকে হারিয়ে দেন রাফায়েল। নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। রাফায়েল পুনর্নির্বাচিত হওয়ায় মার্কিন সিনেটে ৫১-৪৯ আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন ডেমোক্র্যাটরা। খবর বিবিসির।

জয়ের পর এক আবেগঘন ভাষণে ওয়ারনক খোদা, জর্জিয়ানদের ও তাঁর পরিবারকে ধন্যবাদ দিয়ে বলেন, জনগণ কথা বলেছে।

অপরদিকে পরাজয় স্বীকার করে ওয়াকার বলেছেন, আমি এখন কোনো অজুহাত দিতে যাচ্ছি না। কারণ আমাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

সিনেটে জয়ের পর রাফায়েলকে ফোনে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এক টুইটে তিনি বলেন, জর্জিয়ার ভোটাররা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন। এই ফল জর্জিয়াকে একটি ব্যাটেলগ্রাউন্ড অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করেছে, যেটি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিশ্চিতভাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রিপাবলিকানদের সাবেক এই শক্ত ঘাঁটিতে গত দুই বছরে ডেমোক্র্যাটরা সিনেটের তিনটি নির্বাচনে জয় পেলেন। 

আরও পড়ুন

×