লাদেনের আশ্রয় নিয়ে পাকিস্তানকে খোঁচা জয়শঙ্করের

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ | ২২:১২
জাতিসংঘের সাধারণ পরিষদে পাকিস্তান কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ জানানোর পর বুধবার পাকিস্তানকে পাল্টা আঘাত করে ভারত। জাতিসংঘে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ২০০১ সালে সংসদে হামলা ও আল কায়দাপ্রধান ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ তুলে পাকিস্তানকে আঘাত করেন। খবর এনডিটিভির।
জয়শঙ্কর পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক সক্রিয়তার পক্ষে কথা বলেন। তিনি বলেন, জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে সমসাময়িক প্রধান চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবিলা করার ওপর। এটি মহামারি, জলবায়ু পরিবর্তন বা সন্ত্রাস হতে পারে। কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের পক্ষ থেকে সাজানো 'তথ্য' এবং গুরুত্বহীন অভিযোগ নতুন কিছু নয় বলে উল্লেখ করেন তিনি। ভারত সন্ত্রাস, শত্রুতা ও সহিংসতামুক্ত পরিবেশে ইসলামাবাদের সঙ্গে স্বাভাবিক প্রতিবেশী সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন।
- বিষয় :
- ভারত
- পাকিস্তান
- ওসামা বিন লাদেন
- আল-কায়েদা