পানশালায় ভাঙচুরের অভিযোগে বাংলাদেশি বাবা-ছেলে গ্রেপ্তার

প্রতীকী ছবি।
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২ | ১০:৪৯ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ | ১০:৪৯
‘বড়দিনের’ রাতে মদ্যপ অবস্থায় পানশালার কর্মীকে মারধর ও ভাঙচুরের অভিযোগে কলকাতায় গ্রেপ্তার হয়েছেন দুই বাংলাদেশি নাগরিক। গাজীপুরের মন্নু নগরের ওই দুই বাসিন্দা হলেন সিরাজুল আলম খান (৫০) ও নাইফু খান (২৬)। সম্পর্কে তারা বাবা-ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের পানশালায় মদ্যপ অবস্থায় তারা অপ্রকৃতস্থ আচরণ শুরু করেন। পানশালার কর্মীরা থামাতে গেলে তাদের লাথি-ঘুষি মারতে শুরু করেন। পানশালায় অল্প বিস্তর ভাঙচুরও চালান।
পরে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ওই বাবা-ছেলেকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানার পুলিশ। গ্রেপ্তারের খবর জানিয়ে কলকাতা উপদূতাবাসকে তাদের পাসপোর্ট ও ভিসার বৈধতা খতিয়ে দেখতে বলা হয়েছে।
এদিকে, আহত অবস্থায় পানশালার দুই কর্মীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তারা ঘরে ফিরেছেন।