রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান সারলেন আম্বানিপুত্র

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২ | ১৬:০৪ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ | ১৬:০৪
ভারতের আম্বানি পরিবারে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। এবার বিয়ের পিড়িতে বসতে চলছেন মুকেশ ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি।
বৃহস্পতিবার রাজস্থানের নাথদ্বারায় শ্রীনাথজি মন্দিরে বাগদান সারেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। এ অনুষ্ঠানকে ঘিরে মন্দিরে দুই পরিবারের সদস্য এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। দুজনের সুখী দাম্পত্যের জন্য শ্রীনাথজি মন্দিরে আত্মীয় ও বন্ধুরা প্রার্থনা করেন।
শৈলা ও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট। আম্বানি পরিবারের যে কোনো অনুষ্ঠানে রাধিকাকে প্রায়ই দেখা যেত। অনন্ত এবং রাধিকা কয়েক বছর ধরে একে অপরকে চেনেন। এবার সেই সম্পর্ক পরিণতি পেতে চলেছে। নতুন বছরেই বিয়ের আসরে বসতে চলেছেন তারা।
রাধিকা মার্চেন্ট নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করে বর্তমানে এনকোর হেলথ কেয়ার বোর্ডে একজন পরিচালক হিসেবে কাজ করছেন।
অন্যদিকে অনন্ত আম্বানি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে রিলায়েন্স ইন্ডাস্ট্রির জিও প্ল্যাটফর্ম এবং রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস-এর বোর্ডের সদস্য হিসেবে বিভিন্ন পদে কাজ করেছেন।