আমাজনের ব্রাজিল অংশে বন উজাড় বেড়েছে ১৫০%

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩ | ১৫:১৫ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ | ১৫:৪৮
পৃথিবীর ফুসফুস খ্যাত বৃহত্তম রেইনফরেস্ট আমাজনে ব্যাপকভাবে বেড়েছে বন উজাড়। গত মাসেই ২১৮ দশমিক ৪ বর্গকিলোমিটার বনভূমি ধ্বংস করা হয়েছে ব্রাজিলের অংশে, যা ২০২১ সালের ডিসেম্বরের তুলনায় গত ডিসেম্বরে বেড়েছে ১৫০ শতাংশ।
ব্রাজিলের অতি-ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর শাসনের শেষ মাসে ভয়াবহ বন উজাড়ের তথ্য দিয়েছে খোদ দেশটির সরকারি সংস্থা। স্যাটেলাইটের পর্যবেক্ষণেও দেখা গেছে, উজাড় হওয়া বিশাল এলাকার দৃশ্য। খবর এএফপির।
দেশটির সাবেক প্রেসিডেন্টের চার বছরের শাসনামলে বনে ভয়াবহ দাবালন ও উজাড়ের ঘটনায় বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। গত আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে দেশটির শুস্ক মৌসুমে সবচেয়ে বেশি উজাড় হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, খামার ও জমি দখলকারীরা গবাদি পশু এবং ফসলের জন্য বন পরিস্কার করেন, এটিই মূলত বন উজাড়ের প্রধান কারণ।
পরিবেশ নিয়ে কাজ করা জোট ক্লাইমেট অবজারভেটরির নির্বাহী সচিব মার্সিও অ্যাস্ট্রিনি এক বিবৃতিতে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর সরকারের সমাপ্তি হয়েছে বটে, কিন্তু পরিবেশগত বিরূপ প্রভাব দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে।'