আসাম এনআরসির কো-অর্ডিনেটরকে মধ্যপ্রদেশে বদলির নির্দেশ

আসামের এনআরসি তৈরির কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ০৩:৩০
ভারতের আসাম রাজ্যের জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) তৈরির কো-অর্ডিনেটর প্রতীক হাজেলাকে মধ্যপ্রদেশে বদলির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
তবে এই বদলি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সর্বোচ্চ মেয়াদে প্রতীক ডেপুটেশনে থাকবেন বলে শুক্রবার জানিয়েছেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ।
প্রতীক হাজেলা (৪৮) আসাম-মেঘালয় ক্যাডারের ১৯৯৫ ব্যাচের আইএএস আধিকারিক। তাকে আসামের নাগরিক তালিকা সংশোধন করার জন্য খসড়া তালিকার তদারকি করার দায়িত্ব দেওয়া হয়েছিল।
প্রতীক হাজেলা ৫০ হাজার আধিকারিকের একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। আইআইটির ওই প্রাক্তন ছাত্রের নেতৃত্বে তৈরি হওয়া আসামের নাগরিক তালিকা নিয়ে নানা অভিযোগ ওঠে।
তিনি রাজনৈতিক দলসমূহ ও নাগরিক সমাজ সংস্থার সমালোচনারও মুখোমুখি হন। এমনকি আসাম এনআরসি নিয়ে অভিযোগ জানান বেশ কয়েকজন বিজেপি নেতাও। তাদের অভিযোগ, অনেক হিন্দু, যারা সেখানকার প্রকৃত নাগরিক, তাদের নাম বাদ গেছে নাগরিকদের সংশোধিত তালিকা থেকে।
আসামের নাগরিক তালিকা নিয়ে ক্রমশই ক্ষোভ বাড়ছে। গত মাসে একটি মুসলিম সংগঠন প্রতীক হাজেলার বিরুদ্ধে এনআরসি থেকে ‘প্রকৃত ভারতীয় নাগরিক’দের নাম বাদ দেওয়া নিয়ে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ এনে মামলা করে।
আসামে এনআরসিতে নাম তোলার আবেদন করেছিলেন ৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৬৬১ জন। তার মধ্যে চূড়ান্ত তালিকায় ঠাঁই পায় ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জন। মোট ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে।
বাদ পড়া ব্যক্তিরা তালিকা প্রকাশের ১২০ দিনের মধ্যে ফরেনার্স ট্রাইব্যুনালে নাম অন্তর্ভুক্ত করার জন্যে আবেদন করতে পারবেন বলেও জানানো হয়।
- বিষয় :
- আসাম
- এনআরসি
- কো-অর্ডিনেটর
- বদলি