পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৪

দুর্ঘটনা কবলিত বাস। ছবি- এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩ | ০৩:৩০ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ | ০৩:৩০
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোরে দেশটির উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাস পাহাড়ের খাদে পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।
বার্তাসংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে জানায়, দুর্ঘটনাকবলিত ওই বাসটিতে ৬০ জন আরোহী ছিলেন।
পেরুর পরিবহন তত্ত্বাবধায়ক সংস্থা (সুট্রান) এক বিবৃতিতে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ওই বিবৃতিতে দুর্ঘটনায় কোনও প্রাণহানি বা আহতের তথ্য উল্লেখ করা হয়নি।
সুট্রান জানিয়েছে, পেরুর উত্তরাঞ্চলে এল আল্টো জেলায় কিউ’ওরিয়াংকা ট্যুরস আগুইলা ডোরাডা নামক একটি কোম্পানির বাস দুর্ঘটনায় পড়ার পর এই ঘটনা ঘটে।
রয়টার্স বলছে, পেরুতে সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে সাধারণ বিষয়। কারণ দেশটির অনেক চালক বিপজ্জনক রাস্তায় এবং যথাযথ প্রশিক্ষণ ছাড়াই যানবাহন চালিয়ে থাকেন।
- বিষয় :
- পেরু
- বাস দুর্ঘটনা
- নিহত