ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এয়ারবাস থেকে ২৫০টি বিমান কিনবে এয়ার ইন্ডিয়া

এয়ারবাস থেকে ২৫০টি বিমান কিনবে এয়ার ইন্ডিয়া

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:৩৪ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:৩৪

টাটা-গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া ফ্রান্সের প্রতিষ্ঠান এয়ারবাস থেকে ২৫০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের বাণিজ্যিক বিমান পরিষেবায় নতুন ইতিহাস তৈরি হবে বলে রতন টাটার এই সংস্থার দাবি।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 'এই চুক্তি ভারত-ফ্রান্স মৈত্রীর নয়া প্রতীক।' 

টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণ জানিয়েছেন, নরেন্দ্র মোদী এবং‌ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পরেই এই চুক্তি হয়েছে। আমাদের কাছে এটি এক ঐতিহাসিক মুহূর্ত। 

পিটিআই জানিয়েছে, ২৫০টি বিমানের মধ্যে ৪০টি ওয়াইড-বডির A350 মডেলের বিমান এবং ২১০টি ন্যারো-বডির বিমান থাকবে।

নটরাজন চন্দ্রশেখরণ জানিয়েছেন, ওয়াইড-বডির বিমানগুলো বেশি দূরের ফ্লাইটের জন্য ব্যবহার করা হবে।

শুধু এয়ারবাস নয়, বেঙ্গালুরুতে ‘অ্যারো ইন্ডিয়া ২০২৩’সহ একাধিক বিদেশি বিমান নির্মাতা সংস্থার সঙ্গে ভারতীয় বিমান সংস্থাগুলোর চুক্তি হতে পারে বলে সরকারের একটি সূত্র জানিয়েছে।

আরও পড়ুন

×