ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

তাদের অধিকারকে স্বীকৃতি দিলেন দক্ষিণ কোরিয়ার আদালত

তাদের অধিকারকে স্বীকৃতি দিলেন দক্ষিণ কোরিয়ার আদালত

ছবি বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:০৫ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:১৫

দক্ষিণ কোরিয়ার একটি আদালত প্রথমবারের মতো দেশটিতে সমকামী দম্পতিদের আইনি অধিকারকে স্বীকৃতি দিয়েছেন। দেশটিতে আগে এ ধরনের বিয়ে স্বীকৃত ছিল না।

২০১৯ সালে দুই পুরুষ তাদের বিয়ের অনুষ্ঠান করেন। ২০২১ সালে জাতীয় স্বাস্থ্য বীমা পরিষেবার বিরুদ্ধে মামলা করেন তারা। অভিযোগ, তারা সমকামী দম্পতি জানার পরে বীমা কোম্পানি তাদের বিমাটি স্থগিত করে। 

অধিকারকর্মীরা বলছেন, আদালত ওই দু'জনের অধিকারের স্বীকৃতি দিয়েছেন। এটি দেশটি ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। তবে ওই রায়ের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জের সুযোগ রয়েছে। খবর বিবিসির

মামলার বাদী সো সিওং-উক এই রায়কে স্বাগত জানিয়েছেন। ২০২১ সালে তিনি তার জীবনসঙ্গী কিম ইয়ংমিনের বিমা পরিকল্পনার কভারেজ বাতিলের পরে জাতীয় স্বাস্থ্য বীমা পরিষেবার বিরুদ্ধে মামলা করেছিলেন।

মঙ্গলবারের আদালতের রায়ের পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলে, বৈষম্যের অবসান ঘটাতে এখনো অনেক পথ বাকি। তবে রায়টি কুসংস্কারের বিরুদ্ধে আশার আলোর মতো। 

আরও পড়ুন

×