ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইমরানের সমাবেশকে কেন্দ্র করে আবারও ১৪৪ ধারা

ইমরানের সমাবেশকে কেন্দ্র করে আবারও  ১৪৪ ধারা

ইমরান খান- ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৩ মার্চ ২০২৩ | ০৪:৩৩

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নির্বাচনী সমাবেশ সামনে রেখে পাঞ্জাব সরকার গতকাল রোববার লাহোরে আবারও ১৪৪ ধারা জারি করেছে। শনিবার রাতে এ ঘোষণা দেওয়া হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানানো হয়েছে। খবর ডনের।

এ নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো লাহোরে ১৪৪ ধারা জারি করা হলো। পাঞ্জাব সরকারের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পিটিআই রোববার নির্বাচন কমিশনের শরণাপন্ন হয়েছে।

গতকাল লাহোরে ইমরানের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রদেশটিতে বর্তমান ক্ষমতায় রয়েছে অন্তর্বর্তী সরকার। সামনে প্রাদেশিক নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো তাদের তৎপরতা বৃদ্ধি করেছে। এরই অংশ হিসেবে ইমরান খানের দল পিটিআই র‌্যালির ঘোষণা দেয়। ফলে প্রদেশটিতে ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

১৪৪ ধারা প্রত্যাহারের দাবি জানিয়ে পিটিআইয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনে আবেদন জানানো হয়েছে। ইমরানের নির্দেশনায় পিটিআই নেতা বাবর আওয়ান পাকিস্তানের নির্বাচন কমিশনে এ আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনে বলা হয়, ১৪৪ ধারা জারির মধ্য দিয়ে পাঞ্জাব সরকার সুপ্রিম কোর্টের আদেশের ১৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে।

আরও পড়ুন

×