ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পর্নহাবের মালিকানা প্রতিষ্ঠান ‘মাইন্ডগিক’ এখন কানাডার এথিক্যাল ক্যাপিটালের

পর্নহাবের মালিকানা প্রতিষ্ঠান ‘মাইন্ডগিক’ এখন কানাডার এথিক্যাল ক্যাপিটালের

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩ | ০৬:৪০ | আপডেট: ১৭ মার্চ ২০২৩ | ০৬:৪০

বিশ্বখ্যাত পর্নোগ্রাফি সাইট পর্নহাবের মালিকানা প্রতিষ্ঠান ‘মাইন্ডগিক’ কানাডার বেসরকারি প্রতিষ্ঠান এথিক্যাল ক্যাপিটাল পার্টনারসের (ইসিপি) কাছে বিক্রি হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ইসিপি এ তথ্য জানায়। খবর: আলজাজিরা’র। 

তবে কত দামে মাইন্ডগিক বিক্রি হয়েছে তা জানানো হয়নি। পর্নহাবসহ আরও কয়েকটি পর্নগ্রাফি ওয়েবসাইট পরিচালনা করে মাইন্ডগিক।

পৃথিবীর সবচেয়ে বেশি ভিজিটরওয়ালা ওয়েবসাইটগুলোর একটি পর্নহাব। সম্প্রতি শিশুর ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণ এবং জোরপূর্বক যৌন নৃশংসতার ভিডিও কন্টেন্ট প্রকাশ নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে সাইটটি। নিউইয়র্ক টাইমস তাদের এক উপসম্পাদকীয়তে একে ‘ধর্ষণের ভিডিওতে ভরপুর সাইট’ আখ্যা দেওয়া হলে মাস্টারকার্ড ও ভিসা পর্নহাবের সঙ্গে পেমেন্ট সেবা বন্ধ করে দেয়।

গতবছর পর্নহাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অপারেশন প্রধান পদত্যাগ করেন। তবে তারা কোম্পানির শেয়ারহোল্ডার পদে রয়ে যান।

পর্নহাব নিয়ে এ সপ্তাহে নেটফ্লিক্সে ‘মানি শট: দ্য পর্নহাব স্টোরি’ নামে একটি ডকুমেন্টারি প্রকাশ হয়। ফলে অনলাইনে যৌনতা সংশ্লিষ্ট কন্টেন্ট নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন

×