ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সমকামিতাবিরোধী আইন

উগান্ডার কর্মকর্তাদের ওপর মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞা

উগান্ডার কর্মকর্তাদের ওপর মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞা

ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৩ | ০১:৫৬ | আপডেট: ১৭ জুন ২০২৩ | ০১:৫৬

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভিনি গত মাসে সমকামিতাকে অবৈধ ঘোষণা করা আইনে সাক্ষর করেছেন। এ আইনের কারণে উগান্ডার কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। খবর: আলজাজিরা’র।

উগান্ডার আইনটিকে বিশ্বের সবচেয়ে কড়া সমকামবিরোধী আইন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। অন্যান্য ধারার মাঝে উগান্ডার নতুন আইনের একটি ধারায় বলা হয়েছে, কেউ ‘সমকামিতায় লিপ্ত’ হিসেবে প্রমাণিত হলে মৃত্যুদণ্ডও দেওয়া যাবে। সমকামকে এইচআইভি সংক্রামক অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সমলিঙ্গের কারও সঙ্গে সহবাস প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে উগান্ডার আইনে। আর কেউ সমকামিতার পক্ষে প্রচারণা চালালে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া যাবে।

এক বিবৃতিতে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, সমকামী ব্যক্তিসহ অন্যদের মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির কারণে কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে উগান্ডার কোন কোন কর্মকর্তা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন তা নির্দিষ্ট করে বলা হয়নি।

আরও পড়ুন

×