কলকাতায় রথে রশিতে টান দিয়ে শান্তির বার্তা মমতার

রথযাত্রা উৎসবের সূচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সমকাল
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৩ | ১৪:১৭ | আপডেট: ২০ জুন ২০২৩ | ১৪:২০
মঙ্গলবার রথযাত্রা উপলক্ষে কলকাতায় ইসকন মন্দিরে প্রতিবারের মত হাজির হয়ে উৎসবের সূচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রায় ইসকনের রথে জগন্নাথ দেবের আরতি করেন তিনি। পরে মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিবারের মতো প্রথম রথের রশি ধরে টানেন মমতা, তাঁর সঙ্গে যোগ দেন টলিউড তারকারাও। শুরু হয় রথযাত্রা।
রথ টানার আগে জগন্নাথদেবের পথে চন্দনের গুঁড়ো ছড়িয়ে দেন মমতা। চন্দনের গুঁড়োর সঙ্গে ছড়িয়ে দেন গোলাপ জলও। এসময় উপস্থিত সবার মাথায় চন্দন ও গোলাপের জল ছিটিয়ে দেন মুখ্যমন্ত্রী। জগন্নাথদেবের যাতে নজর না লাগে, সেজন্য রীতি মেনে নারকেলও ফাটান মুখ্যমন্ত্রী। প্রতিবারের মতো এবছরও মুখ্যমন্ত্রী সঙ্গে হাজির ছিলেন টলিউড অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত ও মিমি চক্রবর্তী। জগন্নাথদেবের কাছে হাতজোড় করে প্রার্থনা করতেও দেখা যায় নুসরাতকে। এ দুই তারকার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন রথ টানতে হাজির হয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়। এদিন ইসকনে পারফর্ম করেন ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরীর শিক্ষার্থীরা। এরপর ডোনাকে সঙ্গে নিয়ে নৃত্যশিল্পীদের সঙ্গে ফ্রেমবন্দি হন মমতা।
কলকাতার মিন্টো পার্কে ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এক্সাইড মোড় হয়ে পার্ক স্ট্রিট ঘুরে আউট্রাম রোড ধরে ইসকনের রথ পৌঁছায় পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের পিছনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আগামী সাত দিন সেখানেই থাকবে রথ। ২৮ জুন সেখান থেকেই শুরু হবে উল্টো রথযাত্রা। একই পথ ধরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ ফিরবে মিন্টো পার্কের ইসকন মন্দিরে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেবতা তো মানুষের মধ্যে থেকেই তৈরি হয়। মানুষের অন্তরাত্মাই দেবতার অন্তরাত্মা। দেবতা শুধু মাটির বা কাঠের পুতুল নয়। দেবদেবীর মধ্যে দিয়ে আমরা আমাদের হৃদবাসনা, মনোবাসনা, স্বপ্ন, সুখ-দুঃখ সব দেবতার চরণে অর্পণ করি। এটাই আমাদের বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।
মমতা আরও বলেন, জগন্নাথ অনুমতি দিলে আগামী রথযাত্রা আমরা দিঘায় যে বিরাট মন্দিরে করছি, সেখানে আয়োজন করতে পারি। মাহেশের উন্নয়ন করে দিয়েছি আমরা। ইসকনকেও মায়াপুরে ৭০০ একর জমি দেওয়া হয়েছে। সেখানে তারা বিরাট সিটি তৈরি করছে। ইসকনকে অভিনন্দন।
অনুষ্ঠানে এদিন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার উল্লেখ করেন মমতা। নিহতদের আত্মার শান্তি কামনা করেন তিনি।
প্রসঙ্গত ভারতের সবচেয়ে বড় রথযাত্রা উৎসব আয়োজিত হয় উড়িষ্যা রাজ্যের পুরীতে।