মোদি-মাস্ক বৈঠক
ভারতে কারখানা করবে টেসলা

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে ইলমন মাস্ক। ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৩ | ২১:২৭ | আপডেট: ২১ জুন ২০২৩ | ২১:২৭
যুক্তরাষ্ট্র সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বিশ্বের শীর্ষ ধনকুবের ও ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পর ভারতে টেসলার কারখানা প্রতিষ্ঠার কথা জানিয়েছেন মাস্ক। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলা ‘যত তাড়াতাড়ি সম্ভব’ ভারতে যাবে বলে জানিয়েছেন সিইও ইলন মাস্ক।
মাস্ক বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে অসাধারণ আলোচনা হয়েছে। আমি তাঁকে খুবই পছন্দ করি। তিনি কয়েক বছর আগে আমাদের কারখানাতেও এসেছিলেন। তাই আমাদের আগে থেকেই পরিচয় আছে।
২০১৫ সালে ক্যালিফোর্নিয়ায় টেসলা কারখানায় গিয়েছিলেন নরেন্দ্র মোদি। মাস্ক বলেছেন, ভারতের ভবিষ্যৎ সম্পর্কে আমি খুবই আশাবাদী। বিশ্বের অন্য বড় দেশগুলোর তুলনায় ভারতের সম্ভাবনা অনেক বেশি।
ভারতীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করে মাস্ক বলেন, প্রধানমন্ত্রী মোদি ভারতের বিষয়ে সত্যিই অনেক চিন্তা করেন, সেই কারণেই তিনি আমাদের ভারতে বিনিয়োগ করার প্রস্তাব দিচ্ছেন। আমরাও বিনিয়োগ করতে চাই। শুধু সঠিক সময় খুঁজে বের করতে হবে। মোদি সত্যিই ভারতের জন্য সঠিক কাজ বা পদক্ষেপ নিতে চান।
নিজেকে মোদির ‘ফ্যান’ হিসেবে দাবি করে ইলন মাস্ক বলেন, ভারতে সৌরশক্তিতে বিনিয়োগ করতে পারলে খুব ভালো হবে। আমরা ভারতে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা আনার পরিকল্পনা করছি। আমি হয়তো আগামী বছর ভারত সফরে যাব।
এদিকে বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে নবম আন্তর্জাতিক ইয়োগা দিবস ঐতিহাসিকভাবে উদযাপনে এক অনন্য যোগ সেশনের নেতৃত্ব দেন মোদি। সেখানে এ যোগ ব্যায়াম সেশনে জাতিসংঘের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা রাষ্ট্রদূত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে অংশ নিতে করতে দেখা যায়।
মঙ্গলবার এক টুইটে মোদি বলেন, ‘আমি নিউইয়র্ক সিটিতে অবতরণ করেছি। আমি গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলাপচারিতায় এবং ইয়োগা দিবসের কর্মসূচিসহ এখানে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছি।’ খবর এএফপি ও বিবিসির।