অস্ট্রেলিয়ার সাগরতীরে ৫০ পাইলট তিমির মৃত্যু

ছবি: আল-জাজিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১১:৪৩ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১২:০১
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে আটকে পড়া অর্ধ শতাধিক পাইলট তিমি মারা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ১০০টি পাইলট তিমি নানা ধরনের চাপে কাহিল বা অসুস্থ হয়ে পড়েছিল। দল বেঁধে তীরে এসে আটকে পড়ে তারা। অনেক চেষ্টা করেও তাদের সাগরে ফেরানো যাচ্ছে না। ইতিমধ্যে ৫০টি তিমি মারা গেছে। বাকিদের সাগরে ফেরানোর চেষ্টা চলছে। খবর আল-জাজিরার
মঙ্গলবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ১০০টির মতো পাইলট তিমি সাগর থেকে তীরে চলে আসে। অ্যালবানির পূর্বের চেনেস সমুদ্র সৈকতের দীর্ঘ এলাকা জুড়ে এক সারিতে অবস্থান নেয় তারা। বিশেষ কোনো কারণ ছাড়া পাইলট তিমি কখনও তীরে আসে না। স্বাভাবিক অবস্থায় সলিলসমাধিই হয় তাদের। সাগরের জলরাশি ছেড়ে তিমির তীরে এসে দীর্ঘক্ষণ আটকে থাকা মানে অবধারিত মৃত্যু। তাই প্রাণরক্ষার জন্য তাদের সাগরে ফেরানোর চেষ্টা চলছে মঙ্গলবার থেকেই।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের ডিপার্টমেন্ট অব বায়োডাইভার্সিটি, কনজার্ভেশন অ্যান্ড অ্যাট্রাকশনের কর্মীরা মঙ্গলবার রাতেই সৈকতে তাঁবু খাটিয়ে পাইলট তিমিদের রক্ষার চেষ্টা শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেন পার্থ চিড়িয়াখানার সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞরা। শত শত স্থানীয় মানুষও এসেছেন পাইলট তিমি-রক্ষার বিশেষ দলকে সহায়তা করতে।
কিন্তু এত মানুষের চেষ্টাতেও পাইলট তিমিদের সাগরে ফেরানো যাচ্ছে না। ৫০টি পাইলট তিমি ইতিমধ্যে ডাঙায় এসে মৃত্যুবরণ করেছে। বাকিদের প্রাণরক্ষার একমাত্র উপায় তাদের সাগরে ফেরানো।
এর আগে, গত সপ্তাহে ৫৫টি পাইলট তিমি স্কটল্যান্ডের আউটার হেব্রিডসের প্রত্যন্ত দ্বীপ আইল অব লুইসে চলে এসেছিল। পরে সাগরের ঢেউ এসে তাদের সাগরে ভাসিয়ে নিয়ে যায়।
- বিষয় :
- অস্ট্রেলিয়া
- পাইলট তিমি
- মৃত্যু