লোকসভায় রাহুল গান্ধী, মিষ্টি খাইয়ে জোট নেতাদের আনন্দ উদযাপন

বোন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩ | ১৬:২৯ | আপডেট: ০৭ আগস্ট ২০২৩ | ১৬:২৯
চার মাস পর সংসদ সদস্য পদ ফিরে পেয়ে আবারও লোকসভার অধিবেশনে যোগ দিলেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। সোমবার স্পিকারের নির্দেশনা পাওয়ার পর দুপুরেই তিনি সংসদের নিম্নকক্ষে যান। এ সময় সংসদের বাইরে ও বিভিন্ন স্থানে একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উদযাপন করেন বিরোধী জোটের নেতাকর্মীরা। পরে অধিবেশন শুরু হলে সেখানেও যোগ দেন কংগ্রেস নেতা।
সুপ্রিম কোর্টে সাজা স্থগিত হওয়ায় এখন আগামী বছরের সাধারণ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তিনি। এই রায়কে ন্যায়বিচার এবং গণতন্ত্রের বিজয় বলে অভিহিত করেছে কংগ্রেস। খবর- এনডিটিভি।
শুক্রবার রাহুলের দুই বছরের সাজা স্থগিত করা হয়। এর ৪৮ ঘণ্টার মধ্যেই তাঁকে লোকসভার সদস্যপদ ফিরিয়ে দেন স্পিকার ওম বিড়লা। সোমবার স্পিকারের দপ্তর থেকে এ-সংক্রান্ত নির্দেশও জারি করা হয়।
মোদি উপাধি সংক্রান্ত মানহানির মামলায় কারাদণ্ড হয়েছিল রাহুলের। ফলে নিয়ম অনুযায়ী লোকসভার সদস্যপদও হারান এই নেতা। তবে নিম্ন আদালতের সাজা সুপ্রিম কোর্ট স্থগিত করায় তাঁর লোকসভার সদস্যপদ ফিরে পান।
ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কেরালা রাজ্যের জেলা ওয়েনাদের সাংসদ রাহুল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে এক জনসভায় পলাতক ব্যবসায়ী নীরব মোদি ও ললিত মোদির সঙ্গে নরেন্দ্র মোদির নামের মিল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। পরে এই মন্তব্যের জেরে বিজেপির এক নেতার করা মানহানির মামলায় আসামি করা হয় রাহুলকে। ওই মামলায় দোষী সাব্যস্ত করে রুহুলকে দুই বছর কারাদণ্ড দেন গুজরাটের সুরাটের দায়রা আদালত। এর পর উচ্চ আদালতে আপিল করেন রাহুল।
মামলা ও রাহুলকে দোষী সাব্যস্ত করাকে ক্ষমতাসীন মোদি সরকারের অধীনে বিরোধী রাজনৈতিক নেতাদের ওপর দমন-পীড়ন বৃদ্ধি হিসেবেই দেখছেন সমালোচকরা। বিরোধী দলের নেতারা এরই মধ্যে সরকারি বিভিন্ন সংস্থার দ্বারা বারবার তদন্তের মুখোমুখি হয়েছেন। অনেক নেতা কারাগারেও রয়েছেন।
- বিষয় :
- রাহুল গান্ধী
- লোকসভা
- কংগ্রেস
- ভারত