ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

লোকসভায় রাহুল গান্ধী 'ফ্লাইং কিস' ছুড়েছেন, দাবি স্মৃতি ইরানির

লোকসভায় রাহুল গান্ধী 'ফ্লাইং কিস' ছুড়েছেন, দাবি স্মৃতি ইরানির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ২৩:৩৪ | আপডেট: ০৯ আগস্ট ২০২৩ | ২৩:৩৪

ভারতের লোকসভায় বুধবার মণিপুর নিয়ে অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা চলছিল, সেখান থেকে নজরটা হঠাৎ করে ঘুরে গেল ‘ফ্লাইং কিস’ ইস্যুতে।

বিজেপির নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি দাবি করেন, রাহুল নারী সাংসদদের দিকে ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন। এ নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। খবর এনডিটিভির।

রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির নারী সংসদ সদস্যরা স্পিকার ওম বিড়লার কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।

তবে রাহুলের ‘ফ্লাইং কিস’ সংসদ টিভির সম্প্রচারে অবশ্য ধরা পড়েনি।

কংগ্রেস ও বিরোধীরা মনে করছেন, মূল বিষয় থেকে চোখ ঘোরাতে, মণিপুরের ব্যর্থতা আড়াল করতে বিজেপি বিষয়টিকে বড় করে তুলে ধরছে।

কংগ্রেস দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও এ বিষয়ে কিছু বলা হয়নি। 

আরও পড়ুন

×