ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এয়ার ইন্ডিয়ার রিব্র্যান্ডিং ঘিরে প্রকাশ্যে এলো নতুন লোগো

এয়ার ইন্ডিয়ার রিব্র্যান্ডিং ঘিরে প্রকাশ্যে এলো নতুন লোগো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩ | ১৬:২০ | আপডেট: ১০ আগস্ট ২০২৩ | ১৬:২০

রিব্র্যান্ডিং ঘিরে নতুন লোগো প্রকাশ করেছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। বৃহস্পতিবার সংস্থাটি তাদের নতুন লোগো ও লিভারি প্রকাশ্যে আনে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোনালী ও লাল রঙের যুগলবন্দিতে বানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার নতুন লোগো, যেখানে আছে পার্পেলের ছোঁয়াও।

গত বছরের ডিসেম্বর থেকেই এয়ার ইন্ডিয়া এগোয় সংযুক্তিকরণের পথে। এক্ষেত্রে বিমান সংস্থাটি ব্র্যান্ডিং ও ডিজাইনিং-এর জন্য ফিউচার ব্র্যান্ড নামে একটি সংস্থার পরিষেবা গ্রহণ করে। এরপর রিব্র্যান্ডিং ঘিরে বৃহস্পতিবার নতুন লোগো ও লিভারি প্রকাশ করল এয়ার ইন্ডিয়া।

লিভারি বলতে প্রতীক, চিহ্ন ও রঙ বোঝায়, যা একটি এয়ারলাইন ব্র্যান্ডের সাথে যুক্ত। ভিস্তারা ও এয়ার ইন্ডিয়ার যুগলবন্দির পর যে নতুন লিভারি প্রকাশ করা হয়েছে তাতে লাল ও সোনালী রঙের সঙ্গে ভিস্তারা থেকে নেওয়া হয়েছে পার্পেল রঙটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন

×