ভারতে সিম কার্ড ডিলারদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক

কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ছবি: হিন্দুস্তান টাইমস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩ | ১০:৪৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২৩ | ১০:৪৮
ভারতে সিম কার্ড ডিলারদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করেছে নরেন্দ্র মোদির সরকার। এছাড়া প্রতারণা রোধে বাল্ক সংযোগও বন্ধ করা হচ্ছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক ব্রিফিংয়ে এ ঘোষণা করেন। খবর হিন্দুস্তান টাইমসের
তিনি বলেন, এখন থেকে নতুন সিম কার্ড ডিলারদের পুলিশ ভেরিফিকেশন এবং বায়োমেট্রিক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এমনকি প্রত্যেক ডিলারদেরই এখন রেজিস্ট্রেশন করতে হবে।
এই আইন অমান্য করলে শাস্তির বিধান রয়েছে বলেও জানান তিনি। তিনি জানান, এই আইন লঙ্ঘন করলে শাস্তি হিসেবে ১০ লাখ রুপি জরিমানা করা হবে।
মন্ত্রী বলেন, সঞ্চার সাথী পোর্টাল চালু হওয়ার পর থেকে সরকার ৫২ লাখ চোরাই সংযোগ শনাক্ত করেছে এবং তা বন্ধ করেছে। এছাড়া সিম কার্ড বিক্রির সঙ্গে জড়িত ৬৭ হাজার ডিলারকে কালো তালিকাভুক্ত করেছে।
তিনি আরও বলেন, ২০২৩ সালের মে মাসের পর থেকে ৩০০ সিম কার্ড ডিলারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
- বিষয় :
- ভারত
- সিম কার্ড ডিলার
- পুলিশ ভেরিফিকেশন
- পুলিশ