ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্ত্রী থেকে দূরে থাকতে সশরীরে অফিস করতে স্বাচ্ছন্দ্য পুরুষের: জরিপ

স্ত্রী থেকে দূরে থাকতে সশরীরে অফিস করতে স্বাচ্ছন্দ্য পুরুষের: জরিপ

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩ | ১৪:৫৪ | আপডেট: ১৮ আগস্ট ২০২৩ | ১৭:০১

দুই বছরের করোনা মহামারির প্রকোপ মোকাবিলা করে দুনিয়াব্যাপী মানুষজন হোম অফিস ছেড়ে সশরীরে কর্মস্থলে ফিরেছে। এ নিয়ে এক জরিপে দেখা গেছে, নারীদের তুলনায় পুরুষেরা হোম অফিস থেকে সশরীরে অফিসে ফিরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

যুক্তরাজ্যে শেয়ারে অফিস স্পেস সরবরাহকারী কোম্পানি রানওয়ে ইস্ট পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। নারী ও পুরুষের অফিসের যাওয়ার প্রবণতা ও কারণ নিয়ে জরিপটি চালানো হয়। দ্য টেলিগ্রাফ’র প্রতিবেদনে তা জানানো হয়েছে।

খানিকটা সময় স্ত্রী কিংবা পরিবারের কাছ থেকে দূরে থাকতে অফিসে যাওয়াকে প্রাধান্য দেন বহু পুরুষ। জরিপে দেখা গেছে, যারা অফিসে যাওয়ার অপশন বেছে নিয়েছেন তাঁদের মধ্যে নারীর তুলনায় পুরুষের সংখ্যা দ্বিগুণ।

রানওয়ে ইস্ট’র প্রধান নির্বাহী নাতাশা গুয়েরা বলেন, ‘যারা অফিসে যেতে চান না, তারা আসলে যাতায়াতের বিষয়টি পছন্দ করেন না এবং তারা কাজের জন্য একটি ডেস্কের চেয়েও বেশি কিছু চান।’

আরও পড়ুন

×