ইমরান খানের বিরুদ্ধে আইনজীবী হত্যার মামলা খারিজ

ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩ | ০৭:৪১ | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ | ০৭:৪১
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ খারিজ করেছে দেশটির একটি আদালত। ইমরান খানের আইনজীবী এ তথ্য জানান। খবর রয়টার্সের
ইমরান খানের আইনজীবী নাঈম পানজুথা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে বলেন, 'আল্লাহর কাছে শুকরিয়া জানাই। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কোয়েটায় ইমরানের বিরুদ্ধে এক আইনজীবীকে হত্যার অভিযোগ আদালতে খারিজ হয়েছে।’
জুনে এই হত্যা মামলায় অভিযুক্ত হন ইমরান খান। ২০২২ এর এপ্রিলে পার্লামেন্টের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে ১০০'র চেয়েও বেশি মামলা দায়ের করা হয়েছে।
ইমরান খান এখন তোষাখানা মামলায় কারাদণ্ড ভোগ করছেন।