ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

লোকসভার বিশেষ অধিবেশন শুরু ১৮ সেপ্টেম্বর, এজেন্ডা নিয়ে জল্পনা

লোকসভার বিশেষ অধিবেশন শুরু ১৮ সেপ্টেম্বর, এজেন্ডা নিয়ে জল্পনা

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ১২:২৮ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ১২:২৮

গত ১১ আগস্ট শেষ হয়ছে ভারতীয় পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন। এর মধ্যেই জরুরি ভিত্তিতে আগামী ১৮ সেপ্টেম্বর লোকসভার বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার দুপুরে এক্স হ্যান্ডেলে ভারতের পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এই বিশেষ অধিবেশন আহ্বানের বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ অধিবেশন চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

তবে বিশেষ এই অধিবেশনে কী নিয়ে আলোচনা হবে সে বিষয়ে কোনো তথ্য জানাননি প্রহ্লাদ যোশী। তাই কেন এই বিশেষ অধিবেশন, এর এজেন্ডাই বা কী তা নিয়ে তুমুল কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

মন্ত্রী প্রহ্লাদ যোশী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘লোকসভায় ফলপ্রসূ পর্যালোচনা ও বিতর্ক প্রত্যাশা করা হচ্ছে।’

সদ্য সমাপ্ত বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় ফৌজদারী দণ্ডবিধির সংশোধন চেয়ে তিনটি বিল রাজ্যসভায় পেশ করেন। এই তিনটি বিলকে বিরোধীরা বিশেষ গুরুত্ব না দিলেও সরকার পক্ষ বলছে, সংশোধিত আইন চালু হলে দেশে অপরাধ ও সন্ত্রাস দমন এক নয়া মাত্রা পাবে। বিলটি এখন পার্লামেন্টের স্থায়ী কমিটির বিবেচনাধীন। ইতোমধ্যে সংশোধিত বিল নিয়ে সংশ্লিষ্ট কমিটির এক দফা বৈঠক হয়ে গেছে। বিলটি লোকসভা এবং রাজ্যসভা থেকে এই বিশেষ অধিবেশনে পাস করিয়ে নেওয়া হতে পারে বলে অনেকের ধারণা।

এদিকে, দীর্ঘদিন ধরে লোকসভার সম্প্রসারণের বিষয়টিও আলোচনার জটে আটকে আছে। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে তাই মোদি সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে কিনা সেই দিকেও তাকিয়ে বিরোধীরা। যদিও বিরোধীদের আরেক অংশ বলছে, আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে হতে চলেছে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলোর শীর্ষ সম্মেলন। মোদি সরকার এই সম্মেলনকে ভারতের একটি বিরাট বড় সাফল্য হিসেবে দেখাতে চায়। আগামী দিনে এই সম্মেলনকে হাতিয়ার করে ভারত বিশ্বগুরু এবং মোদি সেই ভারতের নায়ক‒ প্রধানমন্ত্রীর এই ভাবমূর্তি তুলে ধরে প্রচারে যেতে চায়। অনেকের মত লোকসভার বিশেষ অধিবেশনে এই ব্যাপারে নরেন্দ্র মোদিকে কৃতিত্ব দিতে বিশেষ প্রস্তাব গ্রহণ করতে পারে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ।

আরও পড়ুন

×