ক্যাপিটল হিলে দাঙ্গা: দু’জনকে ১৭ ও ১৫ বছরের কারাদণ্ড

জো বিগস (ডানে)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:১১ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:৩৯
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত থাকার অপরাধে অতি-ডানপন্থী সংগঠন ‘প্রাউড বয়েস’ এর দুই নেতাকে কারাদণ্ড দিয়েছে আদালত। মার্কিন জেলা জজ টিমোথি কেলি বৃহস্পতিবার এ সাজা ঘোষণা করেন। খবর-বিবিসি
দণ্ডপ্রাপ্তদের একজন ৩৮ বছর বয়সী সাবেক মার্কিন সেনা জো বিগস। ২০২১ সালের ৬ জানুয়ারি ওই সহিংসতায় উসকানিদাতা হিসেবে চিহিৃত করে তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র ও অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত অপরজন হলেন একই সংগঠনের জাচারি রেহল। রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক এ নৌসেনাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সহিংসতায় নিজের সম্পৃক্ততা নিয়ে আদালতে অনুশোচনা প্রকাশ করেন জো বিগস। তিনি বলেন, দাঙ্গার দিন আমি জনতার দ্বারা ‘প্রলুব্ধ’ হয়েছিলাম। তিনি বলেন, কৌতূহলবশত আমি শুধু এগিয়ে গেছি। আমি সন্ত্রাসী নই। আমার অন্তরে ঘৃণা নেই। আমি জানি যে আমাকে শাস্তি পেতে হবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি।
২০২০ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। কিন্তু এ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকৃতি জানান তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। আইনপ্রণেতারা যখন জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে ছিলেন তখন ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক এ প্রক্রিয়া ঠেকাতে কংগ্রেস ভবনে (ক্যাপিটল) তাণ্ডব চালায়।
পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে সেদিনই অন্তত চারজন নিহত হয়। পরে নিহত হন এক পুলিশ কর্মকর্তা। মার্কিন বিচার বিভাগ বলছে, দাঙ্গায় জড়িত এক হাজারের বেশি মানুষকে গ্রেপ্তারর করা হয়েছে। তাদের মধ্যে ৫৭০ জনকে দোষী সাব্যস্ত হয়।