মুম্বাই বেঠকে ঘোষণা
ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়বে ইন্ডিয়া জোট

মুম্বাইতে নতুন বিরোধী রাজনৈতিক জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স– ইন্ডিয়ার বৈঠকে শুক্রবার অন্য দলের নেতাদের সঙ্গে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী- এনডিটিভি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
আগামী বছরের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে বিরোধী ২৮টি দলের নতুন ইন্ডিয়া জোট। মুম্বাইয়ে অনুষ্ঠিত দু’দিনের বৈঠক শেষে শুক্রবার এ ঘোষণা দেয় কংগ্রেসসহ বিরোধী দলগুলো। মূলত আগামী নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি ও এনডিএকে চ্যালেঞ্জ করতেই এসব দল একাট্টা হয়েছে। খবর এনডিটিভির।
জোটবদ্ধ নির্বাচন ঘোষণার পর এখন আসন ভাগাভাগির পথে রয়েছে এই জোট। সারাদেশে সমাবেশ করার ঘোষণাও দিয়েছে সরকারবিরোধীরা। এ ছাড়া ‘এক দেশ, এক নির্বাচন’ পরিকল্পনার তীব্র সমালোচনা করে এই পদ্ধতিকে সংবিধান পরিপন্থি বলে দাবি করেছে দলগুলো। এ পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে এক দিনে সারা ভারতে লোকসভা ও রাজ্যের বিধান সভা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এগোচ্ছে সরকার। এই নিয়ে নতুন করে সংসদে আইন পাস, সংবিধান সংশোধন করতে অধিবেশন ডাকা হয়েছে।
বৈঠকের পর জোটের নেতারা শুক্রবার যৌথ বিবৃতিতে জানান, জোটবদ্ধ নির্বাচনের লক্ষ্যে আসন ভাগাভাগিতে সব দলের ছাড় দেওয়ার মানসিকতা থাকবে। জনগণের স্বার্থসংশ্লিষ্ট এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন অঞ্চলে শিগগিরই জনসভার আয়োজন করা হবে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে খরচ হয়েছিল ৬০ হাজার কোটি টাকা। এ খরচ কমিয়ে আনতেই দেশটিতে এক দিনে লোকসভা ও বিধানসভা নির্বাচন করতে চায় মোদি সরকার। এই লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। আলোচনায় জোট নেতারা বলেন, বিজেপি সরকারের প্রস্তাব বাস্তবায়িত হলে তা দেশের ফেডারেল কাঠামোর জন্য হুমকি হয়ে উঠবে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করে, এটা রাজনৈতিক কৌশল। বিজেপি মনে করে, শুধু লোকসভা ভোট হলে বিরোধী দলগুলোর পক্ষে আসন সমঝোতা করা সহজ হবে। কিন্তু একই সঙ্গে বিধানসভা ভোট হলে কংগ্রেসের সঙ্গে আঞ্চলিক দলগুলো বিরোধে জড়াবে।
এ ব্যাপারে সিপিআই নেতা ডি রাজা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে গণতন্ত্রের মা বলেও উল্লেখ করেন। অথচ সরকার কীভাবে অন্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে একতরফা সিদ্ধান্ত নিতে পারে?
শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত বলেন, আমরা ‘এক দেশ, এক নির্বাচন’ নয়, বরং সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের দাবি থেকে মনোযোগ সরাতেই এই পদক্ষেপ আনা হচ্ছে। আম আদমি পার্টির সংসদ সদস্য সঞ্জয় সিংহের দাবি, বিজেপি তিন রাজ্যের নির্বাচনে হেরে ভয় পেয়েছে। সেই কারণেই কেন্দ্রীয় সরকার একযোগে নির্বাচন করার পরিকল্পনা করছে।
জোটের আসন ভাগাভাগির বিষয়ে শিগগির বৈঠক হবে। এতে অংশ নেওয়ার জন্য বিভিন্ন দলের সমন্বয় কমিটিকে নিজ নিজ দল থেকে একটি করে নাম দিতে বলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
বৈঠকে অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাবেক কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ অন্য নেতারা। এদিকে চন্দ্রযান-৩ মিশন সফল হওয়ায় ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে অভিনন্দন জানানো হয়।
- বিষয় :
- মুম্বাই বেঠক
- ইন্ডিয়া জোট