ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এবার চন্দ্রজয়ের দৌড়ে যোগ দিল জাপানের ‘স্লিম’

এবার চন্দ্রজয়ের দৌড়ে যোগ দিল জাপানের ‘স্লিম’

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:২৯ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:২৯

ভারতের চন্দ্রযান-৩ এর সফল অবতরণের পর এবার চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে করেছে জাপানের মহাকাশযান ‘স্লিম’। তিনবার বিলম্বের পর অবশেষে বৃহস্পতিবার নিজস্ব তৈরি এইচ-আইআইএ রকেটে চড়ে এ যাত্রা শুরু জাপানি মহাকাশযানটি। এর ফলে চন্দ্রজয় করা পঞ্চম দেশ হওয়ার সুযোগ তৈরি হয়েছে জাপানের সামনে। খবর বিবিসির 

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী রকেটটি দক্ষিণ জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উড্ডয়ন করে। এটি সফলভাবে স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম)-কে উন্মুক্ত করেছে।

চন্দ্রপৃষ্ঠে লক্ষ্যস্থলের ১০০ মিটারের মধ্যে ‘মুন স্নাইপার’ ল্যান্ডারকে অবতরণ করাতে চায় জাপান। এছাড়া আগামী ফেব্রুয়ারির মধ্যে মহাকাশযানটি চাঁদে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। 

এই প্রকল্পে জাপানের খরচ হচ্ছে প্রায় ১০ কোটি মার্কিন ডলার। 

ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণের মাত্র দু’সপ্তাহ পরই চন্দ্রাভিযান শুরু করল জাপান।

আরও পড়ুন

×