ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

'ভাগ্য ধর্ষণের মতো', বলেই বিতর্কে নারী সাংবাদিক

'ভাগ্য ধর্ষণের মতো', বলেই বিতর্কে নারী সাংবাদিক

অ্যানা লিন্ড ইডেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ০৮:১২

ভাগ্যকে ধর্ষণের সঙ্গে তুলনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্ট নিয়ে বিতর্কে জড়িয়েছেন ভারতের কেরালা রাজ্যের এক সংসদ সদস্যের স্ত্রী ও নারী সাংবাদিক অ্যানা লিন্ড ইডেন।

সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে দুটি ভিডিও ক্লিপসহ এ সংক্রান্ত পোস্ট করে বিতর্কের মুখে পড়েন তিনি। অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন ইডেন।

এনডিটিভি জানিয়েছে, গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা স্বামী হিবি ইডেনের সঙ্গে প্রচারণায়ও অংশ নেন এই নারী সাংবাদিক। সোমবার তার করা 'ভাগ্য হলো ধর্ষণের মতো, যদি বাধা না দিতে পারেন তবে আপনি তা উপভোগ করুন'- মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

টুইটারে আর্য সুরেশ নামের একজন পোস্ট নিয়ে লিখেছেন, কেরালার সাংসদ হিবি ইডেনের স্ত্রী অ্যানা লিন্ডা ইডেনের ফেসবুক পোস্ট। পোস্টের ক্যাপশন থেকে দুর্বল মানসিকতাই ফুটে উঠছে। এই অন্যায় সহ্য করা যায় না। এটা দেখে আমার খুবই রাগ হচ্ছে। উনি আবার আইনের ছাত্রী!

মঙ্গলবার বিষয়টি নিয়ে ক্ষমা চান ইডেন। ওই পোস্টও মুছে দেন। তিনি বলেন, আমি বুঝতে পারছি, আমার সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টটিকে এমনভাবে সমালোচনা করা হয়েছে, যেভাবে আমি বলতে চাইন‌ি। এটা তাদের আঘাত করেছে যাদের এই ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছে।

ইডেন বলেন, একজন জনপ্রতিনিধির স্ত্রী হিসেবে আমি সব সময়ই মানুষের সমস্যাকে বুঝতে চেষ্টা করেছি এবং তাদের সঙ্গে থাকতে চেষ্টা করেছি। আমি অত্যন্ত দুঃখিত যে আমার পোস্ট নিয়ে এমন ভুল বোঝাবুঝির সৃষ্টি হল। আমি তার জন্য ক্ষমাপ্রার্থী।

আরও পড়ুন

×