ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৮ অভিবাসনপ্রত্যাশী

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৮ অভিবাসনপ্রত্যাশী

ছবি: টাইমস অব মাল্টা

সমকাল ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ০১:০৭

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ভাসতে থাকা ৬৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ফ্রান্সভিত্তিক এনজিও এসওএস মেডিটেরেনির উদ্ধারকারী জাহাজ ওশন ভাইকিং। রোববার কাঠের তৈরি একটি দ্বিতল নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্সের।

সোমবার এক বিবৃতিতে এসওএস মেডিটেরেনির পক্ষ থেকে বলা হয়, শনিবার রাতে লিবিয়ার জৌয়ারা থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে যাত্রা শুরু করে কাঠের তৈরি দ্বিতল সেই নৌকাটি। কিন্তু কয়েক ঘণ্টা যাত্রার পর ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে সেটি। রোববার সকালের দিকে নৌকাটি থেকে যাত্রীদের উদ্ধার করেছে ওশন ভাইকিং।

উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের অনেকেই সমুদ্রযাত্রাজনিত অসুস্থতায় (সি সিকনেস) ভুগছিলেন। এসওএস মেডিটেরেনি, ইন্টারন্যাশনাল রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম ওশন ভাইকিংয়ে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারসংক্রান্ত কিছু ছবি পোস্ট করেছে এসওএস মেডিটেরেনি। সেসব ছবিতে একটি সংকীর্ণ নৌকায় অভিবাসনপ্রত্যাশীদের গাদাগাদি করে বসে থাকতে দেখা গেছে।

ভূমধ্যসাগরের এক তীরে লিবিয়া, অন্য তীরে ইতালি। উদ্ধার অভিবাসীদের ইতালি নিয়ে যাওয়ার অনুমতি চেয়েছিল এসওএস মেডিটেরেনি। জবাবে ইতালির কর্তৃপক্ষ এই অভিবাসীদের ইতালির অ্যানকোনা দ্বীপে অবতরণের অনুমতি দিয়েছে।

আরও পড়ুন

×