জাতিসংঘ প্রতিবেদন
ভূমধ্যসাগরে এ বছর নিহত ২৫০০ অভিবাসনপ্রত্যাশী

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩৪ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩৪
চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ইউরোপে প্রবেশের আশায় প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ রয়েছেন ২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ। একই সময়ে প্রায় ১ লাখ ৮৬ হাজার মানুষ সমুদ্রপথে ইউরোপে প্রবেশ করেছেন। বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
ইউএনএইচসিআরের নিউইয়র্ক দপ্তরের পরিচালক রুভেন মেনিকদিওয়েলা বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বলেন, ভূমধ্যসাগর পাড়ি দেওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৮৩ শতাংশ, অর্থাৎ ১ লাখ ৩০ হাজারের বেশি লোক ইতালিতে পৌঁছেছেন। এ ছাড়া বাকি অভিবাসনপ্রত্যাশীরা গ্রিস, স্পেন, সাইপ্রাস ও মাল্টায় পৌঁছেছেন। গত বছরের তুলনায় এ বছর সাগরে ডুবে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে বলেন তিনি।
উন্নত, নিশ্চিত ও নিরাপদ জীবনের আশায় প্রতিবছর ছোট নৌকায় করে উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেন হাজারো মানুষ। ইউরোপগামী এসব মানুষকে সমুদ্রযাত্রা থেকে নিবৃত রাখতে অব্যাহতভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কোনোভাবেই থামানো যাচ্ছে না অভিবাসনপ্রত্যাশীদের এ ঢল। ফলে প্রায় প্রতিদিনই সমুদ্রে ডুবে পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যাচ্ছেন কেউ না কেউ।