ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ব্রিটেনে ভারতের হাইকমিশনারের ওপর চড়াও শিখরা

ব্রিটেনে ভারতের হাইকমিশনারের ওপর চড়াও শিখরা

বিক্রম দোরাইস্বামী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:০৯ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:০৯

ব্রিটেনে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে স্কটল্যান্ডের গুরুদ্বারে প্রবেশ করতে দেননি বসবাসরত খালিস্তানের শিখরা। গত শুক্রবার গ্লাসগোতে একটি গুরুদ্বারে প্রবেশের সময় বেশ কয়েকজন শিখ ধর্মাবলম্বী তাঁকে বাধা দেন। এ সময় ভারতের হাইকমিশনার তাদের সঙ্গে বিতর্কে না জড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি নিয়ে যুক্তরাজ্য সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। খবর এনডিটিভির

 গুরুদ্বার হলো শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়। যেখানে সব ধর্মের মানুষকেই তারা স্বাগত জানায়। 

এদিকে, ‘শিখ ইয়ুথ ইউকে’-এর ইনস্টাগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, এক খালিস্তানপন্থি কর্মী গুরুদ্বারে প্রবেশ করতে দোরাইস্বামীকে বাধা দেন। ভিডিওতে এক বিক্ষুব্ধকে বলতে শোনা যায়, ‘তারা কানাডা ও বিভিন্ন স্থানে শিখদের ওপর হামলা করছে। প্রতিটি শিখের উচিত, ভারতের যে কোনো রাষ্ট্রদূতের বিরুদ্ধে প্রতিবাদ করা। যেভাবে আমরা গ্লাসগোতে করেছি।’

ভারতের যে কোনো রাষ্ট্রদূত বা সরকারি কর্মকর্তা গুরুদ্বার পরিদর্শনে গেলেই তাদের সঙ্গে একই আচরণ করা হবে বলেও ঘোষণা দেন আরেক ব্যক্তি। 

সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে খালিস্তানের শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যার ঘটনার পর কানাডা-ভারতের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সেই ঘটনার রেশ গড়াল ব্রিটেনের মাটিতেও। 

দোরাইস্বামী গুরুদ্বারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন

×