ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্ত্রী-সন্তান হারিয়ে নিঃস্ব আলজাজিরার সাংবাদিক, নিজেই পড়ালেন জানাজা

স্ত্রী-সন্তান হারিয়ে নিঃস্ব  আলজাজিরার সাংবাদিক, নিজেই পড়ালেন জানাজা

আল জাজিরার সাংবাদিক ওয়ায়েল আল-দাহদুর। ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১৬:৪৭ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১৬:৪৭

গাজায় ইসরায়েলের বোমা হামলায় আলজাজিরার সুপরিচিত সাংবাদিক ওয়ায়েল আল দাহদৌর স্ত্রী ও দুই সন্তানের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দাহদৌ নিজেই ওই জানাজার নেতৃত্ব দেন। বোমা হামলায় পরিবারের ১২ সদস্যকে হারিয়েছেন তিনি। খবর সিএনএনের।

বুধবার মধ্য গাজার নুসেরাত শরণার্থী শিবিরে বোমা হামলায় নিহতদের মধ্যে দাহদৌর স্ত্রী, পুত্র, কন্যা ও নাতি রয়েছেন। আলজাজিরা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। এক বার্তায় সংবাদমাধ্যমটি জানায়, আমাদের সহকর্মী ওয়ায়েল আল দাহদৌর স্ত্রী, পুত্র, কন্যাসহ পরিবারের সদস্যরা ইসরায়েলের বোমায় শহীদ হয়েছেন।

ভিডিও ফুটেজে দেখা গেছে, কাফনে মোড়ানো ছেলের সামনে দাঁড়িয়ে কাঁদছেন দাহদৌ। পরে তাঁকে গাজার আল-আকসা মার্টার্স হাসপাতালে দেখা যায়। সেখানে তিনি নাতির ছোট্ট মৃতদেহ বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। দাহদৌর ছেলে মাহমুদের বয়স ছিল ১৫ বছর, মেয়ে শাম ছিল সাত বছরের। আলজাজিরার উপস্থাপক আবদিসালাম ভারী গলায় টেলিভিশনে তাদের মৃত্যুর খবর ঘোষণা করেন। এ সময় তিনি কান্না চেপে রাখতে পারছিলেন না।

সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমটি জানায়, দাহদৌর পরিবারের নিহত সদস্যদের মধ্যে ৯ জনই শিশু। তারা তাল এল হাওয়া এলাকা থেকে স্থানান্তরিত হয়ে নুসেরাত শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন। দাহদৌ বলেন, নারী ও শিশুদের ওপর চালানো হামলা একটি বড় ট্র্যাজেডি। এটি দুর্যোগের চেয়ে কম নয়। এটিই ইসরায়েলের আধিপত্যের রীতি। সবকিছুর পরও আমরা এ ভূমিতে আছি। এটি আমাদের ভাগ্য, আমাদের পছন্দ, আমাদের ধৈর্য্য। এ পথ থেকে আমরা সরতে পারি না।

সাংবাদিক দাহদৌর পরিবারের ওপর বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই)। এক বিবৃতিতে সংস্থাটি বেসামরিক মানুষ হত্যার নিন্দা ও দাহদৌর পরিবারের প্রতি সমবেদনা জানায়। বুধবার কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) জানিয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর কমপক্ষে ২৫ সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনই ফিলিস্তিনি, তিনজন ইসরায়েলি ও একজন লেবাননের।


আরও পড়ুন

×