ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিদেশি শিক্ষার্থী ভর্তি কেন কমাতে চায় কানাডা

বিদেশি শিক্ষার্থী ভর্তি কেন কমাতে চায় কানাডা

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪ | ০২:২৩

আগামী দুই বছরের জন্য বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমিয়ে আনার নতুন একটি নীতি ঘোষণা করেছে কানাডা সরকার। দেশটিতে আবাসন ও স্বাস্থ্য খাতের যে সংকট তৈরি হয়েছে, তা সামলাতে শিক্ষার্থী ভিসা দেওয়ার হার কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিদেশি শিক্ষার্থীদের ভিসা অনুমোদনের হার প্রায় ৩৫ শতাংশ কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স ও বিবিসি।

দেশটির সরকারের হিসাব অনুযায়ী, এক দশক আগে কানাডায় বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ২ লাখ ১৪ হাজারের মতো। ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে আট লাখ ছাড়িয়েছে। 

কোর্স শেষে ওয়ার্ক পারমিট পাওয়া তুলনামূলকভাবে সহজ হওয়ায় কানাডা আন্তর্জাতিক ছাত্রদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। কিন্তু বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় অ্যাপার্টমেন্টের তীব্র ঘাটতি এবং ভাড়া বেড়ে গেছে। দেশটির পরিসংখ্যান সংস্থা স্ট্যাটস্ক্যান অনুসারে ডিসেম্বরে দেশজুড়ে বাসা ভাড়া এক বছরের আগের তুলনায় ৭ দশমিক ৭ শতাংশ বেড়েছে। অ্যাপার্টমেন্ট সংকট ছাড়াও সরকার কিছু প্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়েও উদ্বিগ্ন। এ জন্যই মূলত নতুন নীতি ঘোষণা করেছে। 

দেশটির অভিবাসনমন্ত্রী মার্ক মিলার সোমবার নতুন নীতি ঘোষণা করে বলেছেন, কানাডাতে ২০২৪ সালে মাত্র ৩ লাখ ৬০ হাজার শিক্ষার্থী স্নাতক পর্যায়ে ভর্তি হওয়ার অনুমতি পাবেন। নতুন নীতিটি শুধু দুই বছর মেয়াদি ডিপ্লোমা বা স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 


 

আরও পড়ুন

×