ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জর্ডানে হামলার কঠিন প্রতিশোধ নেবে যুক্তরাষ্ট্র

জর্ডানে হামলার কঠিন প্রতিশোধ নেবে যুক্তরাষ্ট্র

রোববার জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪ | ২০:৫৫ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ | ২০:৫৮

জর্ডানে ইরানসমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় কঠিন প্রতিশোধ নিতে চায় যুক্তরাষ্ট্র। যদিও এ নিয়ে ইরানের সঙ্গে বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না বলেও জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। খবর সিএনএনের। 

গত রোববার জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও ৪০ জনেরও বেশি আহত হন। রোববার নিহত তিন সেনার নাম প্রকাশ করেছে সরকার। তারা হলেন– সার্জেন্ট উইলিয়াম জেরোম রিভার্স (৪৬), স্পেশালিস্ট কেনেডি ল্যান্ডন স্যান্ডার্স (২৪) এবং স্পেশালিস্ট ব্রিওনা আলেক্সসন্ড্রিয়া মফেট (২৩)। অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর বহু হামলা হলেও এটিই প্রথম প্রাণঘাতী হামলা ছিল। এ ঘটনায় মধ্যপ্রাচ্যের বিরাজমান উত্তেজনা আরও গুরুতরভাবে বেড়ে গেছে।  

বাইডেনের রাজনৈতিক প্রতিপক্ষ রিপাবলিকানরা এই হামলার ঘটনা নিয়ে আক্রমণাত্মক কথা বলছেন। প্রতিশোধ হিসেবে তারা ইরানে সরাসরি হামলা চালাতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছেন। তবে বাইডেন প্রশাসন বলেছে, তারা ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। ইরানও যুদ্ধ চায় না। এ অবস্থায় বাইডেন প্রশাসনের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, ড্রোন হামলার প্রতিক্রিয়া কীভাবে দেওয়া হবে। কঠোরভাবে প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হলে তা কেবল যুক্তরাষ্ট্রের দুর্বলতার বার্তাই ছড়িয়ে দেবে। আবার খুব কঠোর কোনো পদক্ষেপ নেওয়া হলে তা ইরান এবং তার মিত্রদের সঙ্গে বৃহত্তর যুদ্ধ শুরুর দিকে নিয়ে যেতে পারে। 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, গতকাল প্রেসিডেন্ট যেমন বলেছেন, আমরা জবাব দেব আর সেই জবাব বহু স্তরের হতে পারে, পর্যায়ক্রমে আসবে আর সময়ের সঙ্গে চলতে থাকবে। 

আরও পড়ুন

×