ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

নাভালনির মৃত্যুতে রুশ কূটনীতিককে তলব যুক্তরাজ্যের, স্বচ্ছ তদন্তের আহ্বান

নাভালনির মৃত্যুতে রুশ কূটনীতিককে তলব যুক্তরাজ্যের, স্বচ্ছ তদন্তের আহ্বান

অ্যালেক্সি নাভালনি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১০:৪৩ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩:৩১

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনবিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির কারাবন্দি অবস্থায় মৃত্যুর ঘটনায় যুক্তরাজ্য সরকার রাশিয়ান দূতাবাসের কূটনীতিকদের তলব করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় যুক্তরাজ্যে রুশ দূতাবাসের কূটনীতিকদের তলব করা হয়েছে। এ ব্যাপারে রুশ সরকারের দায়ভারের বিষয়টি তাদের জানিয়ে দেওয়া হবে। খবর-বিবিসি

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, নাভালনি একজন সাহসী নেতা ছিলেন। মানবাধিকারের প্রতি তার যে ত্যাগ তা বিশ্বের লাখ লাখ মানুষের অনুপ্রেরণা। যে আদর্শের জন্য তিনি লড়েছেন এবং মৃত্যুবরণ করেছেন তা চিরকাল বেঁচে থাকবে। ক্রেমলিন সমালোচকের এমন মৃত্যু অবশ্যই ‘পুরোপুরি ও স্বচ্ছভাবে’ তদন্ত করা উচিত।  

এর আগে, প্রধানমন্ত্রী ঋষি সুনাক নাভালনির মৃত্যুকে ‘ভয়াবহ সংবাদ’ বলে অভিহিত করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, এজন্য পুতিনকে দায়বদ্ধ হওয়া উচিত।

এছাড়া জাতিসংঘের মানবাধিকার সংস্থাও এর জন্য রাশিয়ার সরকারকে দায়ী করে বলেছে, যখন কেউ কারাবন্দী অবস্থায় মারা যান তখন সেই দায়ভার রাষ্ট্রকে নিতে হয়।

অন্যদিকে রাশিয়ার বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, কারাবন্দি অবস্থায় বিরোধী এ রাজনীতিকের মৃত্যুর দায় প্রেসিডেন্ট পুতিনকে নিতে হবে। 

তিনি বলেন, পুতিন সরকার নাভালনির মৃত্যুর জন্য দায়ী এতে ‘কোনো সন্দেহ’ নেই। পুতিন নাভালনির মৃত্যুর জন্য দায়ী এত কোনো ভুল নেই। 
 
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখনও কী ঘটেছে তার বিস্তারিত  জানে না। নাভালনির সঙ্গে যা ঘটেছে তা পুতিনের বর্বরতার আরও একটি প্রমাণ। কাউকে বোকা বানানো উচিত নয়।

রাশিয়ায় বিরোধী দলের নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনির মৃত্যুর ‘তদন্ত’ দাবি করেছে যুক্তরাষ্ট্র। কারাবন্দি অবস্থায় তার মৃত্যুর পরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের মুখপাত্র অবিলম্বে ঘটনাটির তদন্ত দাবি করেছেন। 

৪৭ বছর বয়সী নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। পুতিনের প্রতিদ্বন্দ্বীও মনে করা হতো তাকে। ২০২১ সাল থেকে নাভালনি কারাবন্দী। ২০২৩ সালের শেষ দিকে সাইবেরিয়ার একটি কারাগারে (ইয়ামালিয়ার ৩ নম্বর পেনাল কলোনি) নেওয়া হয় তাকে। শুক্রবার সেখানেই তার মৃত্যু হয়। 

রাশিয়ার ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিস এক বিবৃতিতে বলেছে, নাভালনি চেতনা হারিয়েছিলেন এবং কারাগারে হাঁটাহাঁটির পর মারা যান। তাকে বাঁচানোর জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল তবে তা কাজে দেয়নি। 

আরও পড়ুন

×