ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

নাভালনির মৃত্যুতে যা বললেন বিশ্ব নেতারা 

নাভালনির মৃত্যুতে যা বললেন বিশ্ব নেতারা 

পুতিনের কট্টর সমলোচক অ্যালেক্সি নাভালনি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৪৮ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৫০

রাশিয়ার বিরোধী দলের নেতা ও পুতিনের কট্টর সমলোচক অ্যালেক্সি নাভালনির মৃত্যুতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান। কারাবন্দি অবস্থায় বিরোধী এ রাজনীতিকের মৃত্যুর ঘটনায় তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নেতারা। কেউ কেউ  এ মৃত্যুর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে দায়ী করেছেন। ইউরোপজুড়ে রাজনীতিবিদরা নাভালনির মৃত্যুতে প্রতিক্রিয়া জানাচ্ছেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নাভালনির প্রসংশা করে বলেছেন, মৌলিক স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য নাভালনির লড়াই ছিল ‘অসাধারণ সাহসের’। তার মৃত্যু একটি ‘ট্র্যাজেডি’।

নেদারল্যান্ডেসের প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেছেন, নাভালনির মৃত্যুর কথা শুনে আমি ‘মর্মাহত’হয়েছি। এটি রাশিয়ার শাসকের নজিরবিহীন বর্বরতাকে চিত্রিত করে। 

ক্ষোভ প্রকাশ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, আমি আলেক্সি নাভালনির স্মৃতি, তার উৎসর্গ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানাই। 

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি বলেছেন, নাভালনিকে ‘সেরা রাশিয়ান রাষ্ট্রপতি’ হিসেবে স্মরণ করা হবে যা রাশিয়া কখনও পায়নি। নাভালনি ‘রাশিয়ান ফ্যাসিবাদের শিকার’। পুতিনের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে তিনি ‘সাহসী’ ছিলেন। আর কেউ যেন বিরোধী না হয় এজন্য তাকে হত্যা করা হয়েছে। কারণ তাকে ভুয়া অভিযোগে বন্দী করা হয়েছিল।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন- নাভালনি কারাগারে নিপীড়নে মারা গেছেন। ইতালি সরকার সবসময় তাদের পাশে থাকবে যারা গণতন্ত্রের জন্য, চিন্তার স্বাধীনতার জন্য এবং প্রত্যেকের অবিচ্ছেদ্য অধিকারের জন্য লড়াই করবে। 

এস্তোনিয়ান প্রধানমন্ত্রী কাজা ক্যালাস যিনি রাশিয়ার ওয়ান্টেড তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছেন, তিনি বলেন, নাভালনির মৃত্যু ‘আমরা যে দুর্বৃত্ত শাসনের বিরুদ্ধে কাজ করছি তার আরেকটি অন্ধকার চিহৃ। এজন্য রাশিয়া ও দায়ী সকলকে জবাবদিহি করতে হবে। 

এদিকে নাভালনির মৃত্যুতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, কারাবন্দি অবস্থায় বিরোধী এ রাজনীতিকের মৃত্যুর দায় প্রেসিডেন্ট পুতিনকে নিতে হবে। পুতিন সরকার নাভালনির মৃত্যুর জন্য দায়ী এতে ‘কোনো সন্দেহ’ নেই। পুতিন নাভালনির মৃত্যুর জন্য দায়ী এত কোনো ভুল নেই। নাভালনির সঙ্গে যা ঘটেছে তা পুতিনের বর্বরতার আরও একটি প্রমাণ। কাউকে বোকা বানানো উচিত নয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক নাভালনির মৃত্যুকে ‘ভয়াবহ সংবাদ’ বলে অভিহিত করেছিলেন। 

পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, এজন্য পুতিনকে দায়বদ্ধ হওয়া উচিত।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা নাভালনির মৃত্যুর জন্য রাশিয়ার সরকারকে দায়ী করেছে। সংস্থাটি বলেছে, যখন কেউ কারাবন্দী অবস্থায় মারা যান তখন সেই দায়ভার রাষ্ট্রকে নিতে হয়।

আরও পড়ুন

×