ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

মর্গে পাওয়া গেলো নাভালনির মরদেহ

মর্গে পাওয়া গেলো নাভালনির মরদেহ

৪৭ বছর বয়সী নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। ছবি- রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৩৯

মৃত্যুর তিনদিন পর রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির মরদেহ পাওয়া গেলো একটি হাসপাতালের মর্গে। তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্যারামেডিক। খবর এনডিটিভি'র। 

ওই প্যারামেডিক বলেন, রাশিয়ার কারাগারে কোনো বন্দী মারা গেলে সাধারণত তার মরদেহ সরাসরি সে দেশের ফরেইন মেডিসিন ব্যুরোতে নেওয়া হয়। কিন্তু নাভালনির মরদেহের ক্ষেত্রে তা না করে একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। তার শরীরে যেসব আঘাতের চিহ্ন রয়েছে, সাধারণত খিঁচুনির সময় রোগীকে চেপে ধরে রাখার ফলে এমন আঘাতের চিহ্ন দেখা যায়। 

৪৭ বছর বয়সী নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। পুতিনের প্রতিদ্বন্দ্বীও মনে করা হতো তাকে। ২০২১ সাল থেকে নাভালনি কারাবন্দি। ২০২৩ সালের শেষ দিকে সাইবেরিয়ার একটি কারাগারে (ইয়ামালিয়ার ৩ নম্বর পেনাল কলোনি) নেওয়া হয় তাকে। শুক্রবার সেখানেই তার মৃত্যু হয়। 

রাশিয়ার ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিস এক বিবৃতিতে বলেছে, নাভালনি হাঁটতে গিয়ে হঠাৎ অচেতন হয়ে পড়েন এবং এরপর আর জেগে ওঠেননি। তাকে বাঁচানোর জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল তবে তা কাজে দেয়নি।

নাভালনির মাকে মৃত্যুর কারণ হিসেবে ‘সাডেন ডেথ সিন্ড্রোম’কে উল্লেখ করেছে ইয়ামালো-নেনেতেস কারাগার কর্তৃপক্ষ। যার অর্থ আকস্মিকভাবে মৃত্যু হয়েছে। 
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, সাডেন ডেথ সিন্ড্রোম হলো একটি বিশেষ অবস্থা। এই সময় আক্রান্ত ব্যক্তির হার্ট অ্যাটাক হয় এবং কোনো লক্ষণ ও কারণ ছাড়া মৃত্যু হয়। কিন্তু সাডেন ডেথ সিন্ড্রোম হলে হার্ট অ্যাটাকের কারণ জানা যায় না।

নাভালনির মা এবং তার আইনজীবী শনিবার ওই কারাগারে গেলেও তাদেরকে নাভালনির মরদেহ হস্তান্তর করা হয়নি। তদন্তের আগে মরদেহ হস্তান্তর করা হবে না বলে জানানো হয়। 

রাশিয়ার কর্তৃপক্ষ নাভালনিকে হত্যা করেছে এবং হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার জন্য মরদেহ হস্তান্তর করতে অস্বীকার করছে, এমনটা দাবি করেন নাভালনির সমর্থকরা। 
এর আগে নাভালনির মৃত্যুর ব্যাপারে তার স্ত্রী ইউলিয়া সন্দেহ প্রকাশ করেন। 

নাভালনির মৃত্যুতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান। কারাবন্দি অবস্থায় বিরোধী এ রাজনীতিকের মৃত্যুর ঘটনায় তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নেতারা। কেউ কেউ  এ মৃত্যুর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে দায়ী করেছেন। ইউরোপজুড়ে রাজনীতিবিদরা নাভালনির মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন।

আরও পড়ুন

×