আফগানিস্তানে বরফ ধসে নিহত অন্তত ২৫

আফগানিস্তানের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাতের পর সোমবার এ বরফ ধসের ঘটনা ঘটে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩:৩২ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:২২
প্রবল তুষারপাতে সৃষ্ট ভূমিধসে আফগানিস্তানের পূর্বাঞ্চলে নুরিস্তান প্রদেশে নিহত হয়েছেন অন্তত ২৫ জন এবং আহত হয়েছেন আট জন। খবর এএফপির
আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করে জানান মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে জানানো হয়েছিল বরফ ধসে অন্তত ছয় জন নিহত হয়েছেন। এছাড়া বরফের নিচে চাপা পড়েছেন আরও অনেকে।
দেশের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাতের পর সোমবার এ বরফ ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছিলেন এক প্রাদেশিক কর্মকর্তা।
"এখনো তুষারপাত অব্যাহত। উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে," প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি কর্মকর্তা জামিউল্লাহ হাশিমি বলেন।
- বিষয় :
- আফগানিস্তান
- নিহত
- তুষারপাত