ইসরায়েলের দখলদারিত্ব খতিয়ে দেখবে আইসিজে

ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:১৪
ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব খতিয়ে দেখবেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। সোমবার ছিল হেগের এ আদালতে ফিলিস্তিনে ইসরায়েলের কয়েক দশকের দখলদারিত্ব নিয়ে শুনানির ষষ্ঠ ও শেষ দিন। শুনানিতে প্রথমবারের মতো আদালত ফিলিস্তিনে ইসরায়েলের বসতি স্থাপন ও উচ্ছেদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য-নথি চেয়েছেন বিষয়টি খতিয়ে দেখতে।
বিচারকাজ চলাকালে ইসরায়েলের কোনো প্রতিনিধিকে দেখা যায়নি। তবে বিশ্বের অন্তত ৫০টি দেশের প্রতিনিধি সেখানে ছিলেন। নিউইয়র্ক টাইমস লিখেছে, গাজায় হামলার মধ্যে আইসিজের এ আদেশে ইসরায়েলের ওপর আরও চাপ বাড়ল।
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলার পরিপ্রেক্ষিতে দেওয়া আদেশে আইসিজে যে আদেশ দিয়েছেন, তা অন্তত একটি ক্ষেত্রে মানতে ব্যর্থ হচ্ছে ইসরায়েল। আইনি বাধ্যবাধকতা থাকলেও আইসিজের আদেশে গাজার ‘বিপর্যয়কর পরিস্থিতি’র প্রসঙ্গ তুলে বলা হয়েছিল, সেখানে যাতে জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র ও মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়। ইসরায়েল এ আদেশ মানছে না।
বিবৃতিতে বলা হয়, গত ২৬ জানুয়ারি আইসিজে ওই আদেশ দেওয়ার পর এক মাস পার হলেও ইসরায়েল গাজায় মৌলিক সেবা, জ্বালানি ও জীবন রক্ষাকারী মানবিক সহায়তার সরবরাহ বাধাগ্রস্ত করছে। তারা বেসামরিক লোকজনের বিরুদ্ধে দুর্ভিক্ষকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। গত এক মাসে অল্পসংখ্যক ত্রাণবাহী গাড়ি গাজায় প্রবেশ করেছে; উত্তর গাজায় পৌঁছেছে আরও অল্পসংখ্যক ত্রাণের গাড়ি।
এইচআরডব্লিউর ইসরায়েল ও ফিলিস্তিনবিষয়ক পরিচালক ওমর শাকির বলেন, গাজার ২৩ লাখ মানুষকে অভুক্ত রাখতে চাচ্ছে ইসরায়েল সরকার। বিশ্ব আদালত আদেশ দেওয়ার পর ফিলিস্তিনিদের আগের তুলনায় আরও বেশি বিপদগ্রস্ত করেছে তারা।
এদিকে গণহত্যার প্রতিবাদ জানিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ আত্যিয়াহ। গতকাল তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, পশ্চিম তীর ও জেরুজালেমে নজিরবিহীন উস্কানি এবং গাজা উপত্যকায় গণহত্যা ও অভুক্ত রাখার প্রতিবাদে তিনি পদত্যাগের এ সিদ্ধান্ত নিলেন।
সাত হাজারের বেশি ফিলিস্তিনি আটক
গত ৭ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ২৯ হাজার ৭৮২ জন নিহত এবং ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এ সময় অধীকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে ৭ হাজার ২৫৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল।