ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

হামাসকে সন্ত্রাসী আখ্যা, ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডের

হামাসকে সন্ত্রাসী আখ্যা, ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডের

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬:০৯

হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে নিউজিল্যান্ড। এর পাশাপাশি ইসরায়েলের কিছু উগ্রপন্থী ব্যক্তিকেও দেশটি নিষেধাজ্ঞার আওতায় এনেছে। খবর এএফপি'র। 

ইতিমধ্যেই অনেক পশ্চিমা দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। সে তালিকায় এবার প্রবেশ করেছে নিউজিল্যান্ড। হামাসের রাজনৈতিক এবং সামরিক শাখা আলাদা নয় বরং একই, গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে চালানো সন্ত্রাসী হামলার মাধ্যমে তা পরিষ্কার হয়ে গেছে বলে দাবি করে দেশটি। 

'২০২৩ সালের অক্টোবরে হামাসের সন্ত্রাসী হামলা ছিলো নৃশংস এবং আমরা পরিষ্কারভাবে তার নিন্দা জানাই,' নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন এক বিবৃতিতে জানিয়েছেন। 

তবে হামাসের ওপর আসা এই নিষেধাজ্ঞার সাথে ফিলিস্তিনের সাধারণ মানুষের সম্পর্ক নেই, এবং নিউজিল্যান্ড গাজায় তাদের ত্রাণ কার্যক্রম চালিয়ে যাবে বলে জানানো হয়। 
২০১০ সাল থেকে হামাসের সামরিক শাখাকে সন্ত্রাসী সংগঠন বলে তালিকাভুক্ত করে নিউজিল্যান্ড। তবে পুরো হামাসকে এই নিষেধাজ্ঞার আওতায় আনলো এবারই প্রথম।

হামাসকে সন্ত্রাসী আখ্যা দেওয়ায় নিউজিল্যান্ডের কিছু রাজনৈতিক মহল থেকে দাবি করা হয়, ইসরায়েলের সামরিক বাহিনীকেও একই  তকমা দিতে হবে, কারণ গাজায় তাদের অভিযানের ফলে নিহত হয়েছে ৩০,০০০ এরও বেশি মানুষ। 

এমন পরিস্থিতিতে একই দিনে নিউজিল্যান্ড ইসরায়েলের কিছু ব্যক্তির ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে। দাবি করা হয়েছে, এসব 'উগ্রপন্থী ইসরায়েলি সেটেলার' ফিলিস্তিনিদের ওপর নাশকতা চালানোর দোষে দায়ী। 

'সন্ত্রাসমূলক কার্যক্রম চালিয়েছে এমন কিছু ব্যক্তির ওপর আমরা ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করছি। এসব ব্যক্তি নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবেন না,' দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন। 

ডজনখানেক ইসরায়েলির ওপর এ নিষেধাজ্ঞা আনা হয়েছে, তবে সর্বসম্মুখে তাদের নাম প্রকাশ করা হয়নি। 

আরও পড়ুন

×