ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আফগানিস্তানে ভারী তুষারপাত, নিহত ১৫

আফগানিস্তানে ভারী তুষারপাত, নিহত ১৫

তুষারপাতে বিভিন্ন প্রদেশে রাস্তা বন্ধ হয়ে গেছে। ছবি- এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪ | ১০:০১

গত তিন দিন যাবত ভারী তুষারপাতে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে নিহত হয়েছেন অন্তত ১৫ জন মানুষ, আহত হয়েছেন আরও ৩০ জন। আফগান সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এছাড়া বালখ এবং ফারইয়াব প্রদেশে প্রায় ১০ হাজার গবাদিপশু মারা গেছে এ আবহাওয়ায়। 

সার-ই-পুল এলাকার বাসিন্দা আব্দুল কাদিন জানান, আফগানদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। এখনো অব্যাহত রয়েছে তুষারপাত, অনেক রাস্তা আটকে আছে, চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। 

আমানুল্লাহ নামের আরেক বাসিন্দা বলেন এ পরিস্থিতিতে খুব দ্রুত সরকারি সাহায্য প্রয়োজন। 

পরিস্থিতি মোকাবেলায় কয়েকজন মন্ত্রী নিয়ে একটি কমিটি গঠন করেছে আফগানিস্তান। ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্য বরাদ্দ করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন প্রদেশে আলাদা করে কমিটি গঠন করা হয়েছে। 

আরও পড়ুন

×