মদ্যপানে বাধা দেওয়ায় পুড়িয়ে মারলেন স্ত্রীকে

প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৪ | ১৬:১০
ভারতের উত্তর প্রদেশে মদ্যপানে বাধা দেওয়ার স্ত্রীকে পুড়িয়ে মেরেছেন এক ব্যক্তি। খবর- এনডিটিভির
পুলিশ জানায়, নাইথুয়া গ্রামের বাসিন্দা মুনিশ সাক্সেনা বৃহস্পতিবার রাত্রে মদ্যপ অবস্থায় বাসায় ফেরেন এবং আবারও মদ্যপান শুরু করেন। তার স্ত্রী শান্যো তাকে বাধা দেন। বাধা পেয়ে ক্ষীপ্ত হয়ে মোটরসাইকেল থেকে পেট্রোল নিয়ে স্ত্রীর শরীরে ঢেলে তাতে আগুন ধরিয়ে দেন মুনিশ।
মুনিশের মা শান্যোকে সাহায্য করতে গেলে তার হাত পুড়ে যায়। মা-কে পুড়তে দেখে মুনিশের দুই ছেলে, সানি (৮) এবং অর্জুন (৫) চিৎকার করে প্রতিবেশীদের ডাকে। এলাকার লোকজন এসে আগুন নেভায় ও পুলিশে খবর দেয়।
শান্যোর শরীর ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তার শাশুড়িকে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকে মুনিশ পলাতক। তাকে খুঁজছে পুলিশ।
- বিষয় :
- আগুনে পুড়িয়ে হত্যা
- মদ্যপান
- ভারত