ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কান্দাহারে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২১

কান্দাহারে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২১

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ১৬:৫১

আফগানিস্তানের কান্দাহার শহরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ২১ জন। খবর- বিবিসি

তালিবান সরকার থেকে জানানো হয়েছে মৃত্যুর সংখ্যা তিন। পুলিশ জানিয়েছে আরও কয়েকজন এ ঘটনায় আহত হয়েছে। তবে কান্দাহারের এক হাসপাতালের ডাক্তার জানিয়েছেন মৃতের সংখ্যা অন্তত ২১। 

স্থানীয় সময় সকালে ৮টার দিকে শহরের সিটি সেন্টারে অবস্থিত এক ব্যাংকে এ হামলা হয়। আফগানিস্তানের সরকারি চাকরিজীবীরা লাইনে দাঁড়িয়ে বেতন সংগ্রহ করছিলেন। সেখানে বিস্ফোরিত হয় বোমা। 

এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। 

আরও পড়ুন

×