ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

উবারে বিল উঠলো ৭.৬৬ লাখ রুপি!

উবারে বিল উঠলো ৭.৬৬ লাখ রুপি!

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪ | ১৪:৫০ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ | ১৪:৫০

ভারতের উত্তর প্রদেশে নয়দা শহরে শুক্রবার উবার অটো রাইড নিয়েছিলেন এক ব্যক্তি। রাইডের শুরুতে তার বিল ছিল মাত্র ৬২ রুপি। কিন্তু ছোট এই রাইড শেষ হতে না হতেই তার বিল দাঁড়ায় ৭.৬৬ লাখ রুপিতে। খবর- এনডিটিভি

দিপক নামের ওই ভুক্তভোগীর বন্ধু আশিস এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' (সাবেক টুইটার) এর একটি পোস্টে। 

ভিডিওতে শোনা যায়, ভুতুড়ে ওই বিল নিয়ে আলোচনা করছেন দুই বন্ধু। দিপকের ফোন স্ক্রিন দেখানো হয় ভিডিওতে। সেখান দেখা যায়, উবারের মোট বিল এসেছে ৭,৬৬,৮৩,৭৬২ রুপি। এর মাঝে ১,৬৭,৭৪,৬৪৭ রুপি ছিল ট্রিপ ফেয়ার অর্থাৎ ভাড়া। এছাড়া ওয়েটিং কস্ট দেখানো হয় ৫,৯৯,০৯,১৮৯ রুপি। 

বিলটি নিয়ে হাসাহাসি করতে থাকেন দুই বন্ধু। এক পর্যায়ে আশিস বলেন, চন্দ্রযান (ভারতীয় মহাকাশযান) নিয়ে ঘুরে এলেও এত বিল আসত না। 

এ ঘটনা জানার পর আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে উবার ইন্ডিয়া সাপোর্ট। এ সমস্যাটি সমাধানের প্রতিশ্রুতিও জানায় তারা। 
 

আরও পড়ুন

×