পশ্চিমবঙ্গে সিএএ হবে না: মমতা

জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়
শুভজিৎ পুততুন্ড, কলকাতা
প্রকাশ: ৩১ মার্চ ২০২৪ | ১৯:৪৪
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার পুরো ভারতে বিজ্ঞপ্তি দিয়ে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ জারি করলেও পশ্চিমবঙ্গে কোনোভাবেই এই আইন কার্যকর হতে দেবো না।
রোববার (৩১ মার্চ) লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ধুবুলিয়ায় দলের প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে জনসভায় তিনি এ কথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, দেশ আজ ভালো নেই, গণতন্ত্র বিপন্ন। মহিলা, সংখ্যালঘু, দলিত, কৃষকদের ওপর অত্যাচার চলছে। এরমধ্যেই কয়েকদিন আগে সিএএ চালু করেছে। আসলে সিএএ হচ্ছে মাথা। লেজটা হচ্ছে এনআরসি। সিএএ করলেই এনআরসিতে পড়ে যাবেন। যারা আবেদন করবে, তারা বিদেশি হয়ে যাবে ও বাংলাদেশি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন, নাগরিকত্ব কেড়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। ভুলেও আবেদন করবেন না।
তিনি বলেন, ২০১৯ সালে এই আইন পাস হয়েছিল। তাহলে এতদিন কেন করল না? কেন বিজেপির লোকেরা এতে আবেদন করছেন না?
মমতা বলেন, মোদির গ্যারান্টি জিরো, আমাদের গ্যারান্টি হিরো। মানুষ বঞ্চিত হোক, আমরা চাই না। বাংলায় সিএএ, এনআরসি করতে দেবো না। কাউকে রাজ্য ছাড়া করতে দেবো না।
লোকসভা নির্বাচনে গোটা দেশে ৪০০ আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তা নিয়ে মমতার কটাক্ষ, বিধানসভা নির্বাচনে ওরা বলেছিল ২০০ পার কিন্তু ৭৭ থেমে গিয়েছিল। এবার বলছে ৪০০ পার। আগে ২০০ পার করুক, তারপরে সাঁতার কাটার কথা ভাববে। যদি এতই আত্মবিশ্বাস থাকে, তাহলে ভোটের আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে পাঠাচ্ছেন কেন?
বিজেপিকে হারানোর ডাক দিয়ে মমতা বলেন, বিজেপিকে বাংলা থেকে এবং দেশ থেকে দূর করুন। আমরা বিজেপির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না। আমাদের পরিষ্কার কথা- বিজেপি যাবে, তৃণমূল থাকবে। বাংলায় একা চলছি, একা চলব। বাংলা থেকে বিজেপিকে বিদায় করে দেবো।
- বিষয় :
- মমতাজ
- ভারত
- পশ্চিমবঙ্গ
- সিএএ