কিয়েভকে ১০০ বিলিয়ন সহায়তা দিচ্ছে ন্যাটো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। ছবি: রয়টার্স
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪ | ২২:০১ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪ | ০৯:৪৭
ইউক্রেনকে ১০০ বিলিয়ন ইউরোর সামরিক সহযোগিতা তহবিল দেওয়ার বিষয়টি বিবেচনা করছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। বুধবার ন্যাটো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে এক বৈঠকে মিলিত হন। তাদের বৈঠকে পাঁচ বছর মেয়াদে এ তহবিল দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
কূটনীতিকরা বলছেন, ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের প্রস্তাবে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার কাজে সমন্বয়ের ক্ষেত্রে জোটের আরও বেশি প্রত্যক্ষ ভূমিকা নিশ্চিত করবে। ন্যাটো গঠনের ৭৫তম বার্ষিকী উদযাপনের লক্ষ্যে আয়োজিত দুই দিনের বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। এই বৈঠকে জুলাই মাসে ওয়াশিংটনে জোট নেতাদের সম্মেলন আয়োজনের প্রস্তুতিও নেওয়া হবে।
ব্রাসেলসে পৌঁছার পর ন্যাটোর মহাসচিব বলেছেন, আমাদের সহযোগিতার ধরন পাল্টাতে হবে। দীর্ঘমেয়াদে ইউক্রেনকে নির্ভরযোগ্য ও অনুমানযোগ্য নিরাপত্তা সহযোগিতা নিশ্চিত করতে হবে, যাতে করে স্বেচ্ছামূলক সহযোগিতা ও ন্যাটো প্রতিশ্রুতির ওপর আমাদের বেশি নির্ভর করতে না হয়। তবে তহবিলের পরিমাণের বিষয়ে কিছু নিশ্চিত করতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, জুলাইয়ের সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে রুশ বাহিনীর অভিযানে ইউক্রেনীয় সেনাবাহিনীর ৮০ হাজারেরও বেশি সেনা কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছেন। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা পর্যালোচনায় এমন তথ্য উঠে এসেছে। পাশাপাশি ইউক্রেনীয় বাহিনীর ১ হাজার ২০০ ট্যাংকসহ ১৪ হাজারেরও বেশি সাঁজোয়া যান, সামরিক সরঞ্জাম ও স্থাপনা ধ্বংস করেছে রুশ সেনারা। এই সময়সীমার মধ্যে ইউক্রেনীয় বাহিনীর কবজা থেকে ইউক্রেনে রাশিয়া অধিকৃত ভূখণ্ডের প্রায় ৪০৩ বর্গকিলোমিটার অঞ্চল উদ্ধার করতে সক্ষম হয়েছে অভিযানরত রুশ সেনারা।
অন্যদিকে যুদ্ধে সেনাসংখ্যা বাড়াতে সামরিক অভিযানে যোগদানের বয়স কমিয়েছে ইউক্রেন। এ-সংক্রান্ত একটি বিলে মঙ্গলবার স্বাক্ষর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে করে দেশটিতে সেনা নিয়োগের বয়স দুই বছর কমিয়ে ২৭ থেকে ২৫ করা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
- বিষয় :
- ইউক্রেন
- রাশিয়া
- যুদ্ধের প্রস্তুতি