মিয়ানমারের রাজধানীতে ব্যাপক ড্রোন হামলা

প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪ | ১৬:০৬
মিয়ানমারের সামরিক জান্তা সরকারের রাজধানী নেপিডোতে ব্যাপক আকারে হামলা চালিয়েছে প্রতিপক্ষ। ২৯টি বিস্ফোরকবাহী ড্রোনের এই হামলার লক্ষ্য ছিল শহরটির বিমানবন্দর, বিমানবাহিনীর ঘাঁটি এবং সামরিক ঘাঁটি। খবর- বিবিসি।
মিয়ানমারের সামরিক জান্তা এর মাঝে সাতটি ড্রোন গুলি করে আকাশচ্যুত করতে সক্ষম হয়। এ হামলায় কোন হতাহতের খবর জানা যায়নি।
বৃহস্পতিবার সকালের এই হামলাটির পেছনে ছিল মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে অং সান সুচির নেতৃত্বে যে সরকারটি ক্ষমতায় ছিল, এনইউজি তাদের প্রতিনিধিত্ব করে। নিজেদেরকে নির্বাসিত সরকার বলে দাবি করা তারা। এনইউজি জানিয়েছে, অন্যান্য বিদ্রোহী দলগুলোর সাথে সমন্বয় করে বৃহস্পতিবার ড্রোন হামলা চালানো হয়েছে।
ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এনইউজি এবং অন্যান্য বিদ্রোহী দলগুলো। গত তিন বছরে এই সংঘর্ষে হাজার হাজার মানুষ মারা গেছেন, বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। দেশের বিভিন্ন এলাকা দখলে নিয়েছে বিদ্রোহী দলগুলো। এনইউজির দাবি, দেশটির ৬০ শতাংশ এখন আর সামরিক জান্তার দখলে নেই।
- বিষয় :
- মিয়ানমার
- সামরিক জান্তা
- বিদ্রোহী
- ড্রোন
- বোমা হামলা