ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ছয় পায়ের অদ্ভুত হরিণ

ছয় পায়ের অদ্ভুত হরিণ

ছয় পায়ের হরিণ। ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪ | ১২:৫০

ইসরায়েলে একটি ছয় পায়ের অদ্ভুত পাহাড়ি হরিণ দেখা গেছে। পুরুষ হরিণটির পিঠের ওপর বাড়তি এক জোড়া পা রয়েছে। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, হরিণটি তার অতিরিক্ত পায়ের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছে বলে মনে হচ্ছে।

একজন ইসরায়েলি সেনা সংরক্ষক প্রথমে এটি দেখতে পান গত মার্চের শেষের দিকে।পরে উদ্ভট চেহারার প্রাণীটির একটি ছবি তিনি সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব নেচার ইন ইসরায়েলে পাঠিয়ে দেন। 

সংস্থাটির কর্মকর্তা আমির বালাবান সিবিএস নিউজকে বলেন,  ছয় পায়ের হরিণটি নাহাল হাবাসর সংরক্ষণাগারে চিত্তাকর্ষক জীবনযাপন করতে সক্ষম হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে মাত্র কয়েক মাইল দূরে ইসরায়েলের দক্ষিণ নেগেভ মরুভূমিতে এই সংরক্ষণাগারটি অবস্থিত। 
আমির বালাবান বলেন, প্রত্যাশার চেয়েও হরিণটি সুস্থ এবং শক্তিশালী। আগের শরতে এটি চারটি বাচ্চা দিয়েছে। মাঠে স্ত্রী হরিণ তাকে বেশ সমাদর করে থাকে। পিঠে অতিরিক্ত পা তার জন্য কোনো বাধা হচ্ছে না।

বালাবান বলেছেন, অঙ্গ প্রসারণ বা পলিমেলিয়া নামক একটি বিরল জেনেটিক ব্যাধির জন্য হরিণটির অতিরিক্ত পা গজিয়েছে।

পাহাড়ি হরিণ ইসরায়েলের একটি সংরক্ষিত বন্য প্রজাতি। দেশটির পাহাড়ি অঞ্চলে বিপন্ন প্রজাতির প্রায় পাঁচ হাজার হরিণ অবশিষ্ট রয়েছে বলে অনুমান করা হয়। 

এ ধরণের হরিণ মূলত ইসরায়েলেই বেশি পাওয়া যায়। তবে ফিলিস্তিনি অঞ্চল, তুরস্ক এবং সিরিয়া, জর্ডান এবং লেবাননের কিছু অংশেও এগুলোর দেখা মেলে। 

আরও পড়ুন

×