কম্বোডিয়ায় সামরিক ঘাঁটিতে অস্ত্রাগার বিস্ফোরণ, নিহত ২০

ছবি: ট্রিবিউন ইন্ডিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪ | ২১:৩৩
কম্বোডিয়ার একটি সামরিক ঘাঁটিতে অস্ত্রাগার বিস্ফোরণে ২০ জন সেনা নিহত হয়েছেন। শনিবার বিকেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট। খবর এনডিটিভির
ফেসবুকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট বলেন, কম্বোডিয়ার পশ্চিমাঞ্চলের কাম্পং স্পিউ প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, এতে আমরা গভীরভাবে মর্মাহত। তবে কি কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য অর্থ প্রদান করা হবে।