ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মেলিন্ডার 

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মেলিন্ডার 

মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৪ | ১০:০৮ | আপডেট: ১৪ মে ২০২৪ | ১১:৩৭

যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। সোমবার এক্সে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। 

মেলিন্ডা গেটস পোস্টে লেখেন, ‘এটা এমন কোনো সিদ্ধান্ত নয়, যেটা আমি হালকাভাবে নিয়েছি। বিল ও আমি একসঙ্গে যে ফাউন্ডেশন গড়ে তুলেছিলাম, সেটির জন্য আমি অত্যন্ত গর্বিত।’

মেলিন্ডা জানান, বিল গেটসের সঙ্গে চুক্তি মোতাবেক এখন তাঁর হাতে বাড়তি ১ হাজার ২৫০ কোটি ডলার থাকবে নারী ও অসহায় পরিবারগুলোকে সহায়তায় কাজ করার জন্য।

ফাউন্ডেশনটি বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের দাতব্য কার্যক্রম পরিচালনা ও আর্থিক সহায়তা দিয়ে থাকে। বিশ্বে এ ধরনের কার্যক্রম পরিচালনাকারী সবচেয়ে বড় সংস্থা এটি। 

ফাউন্ডেশনের ওয়েবসাইটের তথ্য মতে, বিল ও মেলিন্ডা গেটস দম্পতি নিজেদের অর্থ থেকে এই ফাউন্ডেশনে ৩ হাজার ৬০০ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছেন। 

৭ জুন প্রতিষ্ঠানটিতে শেষ কর্মদিবস কাটাবেন মেলিন্ডা। তিনি ২০০০ সালে তখনকার স্বামী ধনকুবের বিল গেটসকে নিয়ে ফাউন্ডেশনটি গঠন করেছিলেন। ২৭ বছরের সংসার জীবনের ইতি টেনে ২০২১ সালে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন বিল ও মেলিন্ডা।   

আরও পড়ুন

×