ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নিহত ৩৫

কুয়েতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন

কুয়েতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন

দুর্ঘটনাকবলিত ভবন। ছবি-এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৪ | ১৫:১৬ | আপডেট: ১২ জুন ২০২৪ | ১৬:৫৬

কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। আহত হয়েছেন বহু মানুষ। বুধবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

তবে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হচ্ছে, এ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪১ জন শ্রমিক নিহত হয়েছেন।

দেশটির এক সিনিয়র পুলিশ কমান্ডার রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, যে বিল্ডিংটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে বহু শ্রমিক ছিলেন। তবে অধিকাংশ শ্রমিকদের উদ্ধার করা হয়েছে। দুর্ভাগ্যবশত আগুনের ধোঁয়ায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে চারজন মারা গেছেন। তবে পুলিশের প্রতিবেদনে ৩৫ জনের মারা যাওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। বাকি ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত ঘটেছে তা জানতে তদন্ত চলছে।

আরও পড়ুন

×